ভারতকে নলেজ হাব করে তুলবে নয়া শিক্ষানীতি, বললেন প্রধানমন্ত্রী
তাঁর কথায়, স্কলারশিপ পাওয়ার সুযোগ বাড়ানো, মুক্ত ও দূর শিক্ষার পরিকাঠামো উন্নত করা, অনলাইন শিক্ষা এবং প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি শিক্ষানীতিতে বিরাট গুরুত্ব পেয়েছে। শিক্ষা ক্ষেত্রে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার।
I wholeheartedly welcome the approval of the National Education Policy 2020! This was a long due and much awaited reform in the education sector, which will transform millions of lives in the times to come! #NewEducationPolicyhttps://t.co/N3PXpeuesG
— Narendra Modi (@narendramodi) July 29, 2020
তিনি লিখেছেন, শিক্ষা ক্ষেত্রে এই সংস্কার ছিল বহু প্রতীক্ষিত, এটি বহু আগে হওয়া দরকার ছিল। আগামী দিনে এর ফলে কোটি কোটি জীবনে পরিবর্তন আসবে.. শিক্ষার আলো আমাদের জাতির জীবন উজ্জ্বল করে তুলুক, সমৃদ্ধির পথ নিয়ে যাক। প্রধানমন্ত্রী আরও বলেছেন, এই শিক্ষানীতির মাধ্যমে স্কুলের প্রাক প্রাথমিক স্তর থেকেই শিক্ষার বিশ্বায়ন হয়ে যাচ্ছে, এর ফলে ২০৩০-এর মধ্যে দেশের সমস্ত ছেলেমেয়ে স্কুলে ভর্তি হবে। স্কুলছুট ২ কোটি প্রাক্তন পড়ুয়াকে ফিরিয়ে আনবে মূল ধারায়।
Respecting the spirit ‘Ek Bharat Shreshtha Bharat’, the NEP 2020 includes systems to promote Indian languages, including Sanskrit. Many foreign languages will also be offered at the secondary level.
Indian Sign Language (ISL) will be standardised across the country.
— Narendra Modi (@narendramodi) July 29, 2020
তাঁর কথায়, স্কলারশিপ পাওয়ার সুযোগ বাড়ানো, মুক্ত ও দূর শিক্ষার পরিকাঠামো উন্নত করা, অনলাইন শিক্ষা এবং প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি শিক্ষানীতিতে বিরাট গুরুত্ব পেয়েছে। শিক্ষা ক্ষেত্রে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার।
Aspects such as widening the availability of scholarships, strengthening infrastructure for Open and Distance Learning, Online Education and increasing the usage of technology have received great attention in the NEP. These are vital reforms for the education sector.
— Narendra Modi (@narendramodi) July 29, 2020
Framing of NEP 2020 will be remembered as a shining example of participative governance. I thank all those who have worked hard in the formulation of the NEP 2020.
May education brighten our nation and lead it to prosperity.
— Narendra Modi (@narendramodi) July 29, 2020
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বলেছেন, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এটি ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন শিক্ষানীতি ২০২০-কে অনুমোদন দিয়েছে, স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষায় ই নীতি ঐতিহাসিক সংস্কার আনবে। নিজের সংস্কৃতি ও মূল্যবোধ বাদ দিয়ে কোনও জাতি বড় হতে পারে না, তিনি বলেছেন।
#NEP2020 brings in various features like 5+3+3+4 system in school education, introduction of new 4-year courses, single point common regulatory system, fee fixation & common norms within board regulatory framework; along with multiple entry & exit points in higher education.
— Amit Shah (@AmitShah) July 29, 2020
#NEP2020 will also have the provision of academic credit bank, increased investment in education system, internationalism of education, special education zone for disadvantaged regions, upgradation of KGBV’s to 12 grade and an increased focus on Lok Vidya & the use of technology.
— Amit Shah (@AmitShah) July 29, 2020
Objective of National Education Policy 2020 is to bring in a huge transformational change in the Indian Education system through holistic and multidisciplinary approaches.
Focus on different aspects will lead to the overall development of the children across the country. #NEP2020
— Amit Shah (@AmitShah) July 29, 2020
Education is the foundation of any nation and for the last 34 years, India was in dire need of such a futuristic policy.
I express my gratitude to PM @NarendraModi & @DrRPNishank on this landmark policy decision which will play an unprecedented role in building of a #NewIndia.
— Amit Shah (@AmitShah) July 29, 2020