এক্সপ্লোর
Advertisement
নিউজার্সিতে বন্দুকবাজের হামলা, হত ১ পুলিশ আধিকারিক সহ ৬
গুলি বিনিময়ে ওই বাজারের ৩ জন, ২ জন বন্দুকবাজ ও ১ জন পুলিশ আধিকারিকের প্রাণ গেছে। পুলিশ সূত্রের খবর, নিহত গোয়েন্দা-পুলিশ অফিসার জো সিলস বহুদিনের অভিজ্ঞ।
ওয়াশিংটন: ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলায় প্রাণ গেল অন্তত ৬ জনের। এর মধ্যে ১ জন পুলিশ আধিকারিক। লোয়ার ম্যানহাটনে হাডসন নদীর কাছে একটি বাজার সংলগ্ন এলাকায় হঠাৎই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বন্দুকবাজরা। কাছেই ক্যাথোলিক স্কুল। ফলে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
গুলি বিনিময়ে ওই বাজারের ৩ জন, ২ জন বন্দুকবাজ ও ১ জন পুলিশ আধিকারিকের প্রাণ গেছে। পুলিশ সূত্রের খবর, নিহত গোয়েন্দা-পুলিশ অফিসার জো সিলস বহুদিনের অভিজ্ঞ। এছাড়াও আহত হয়েছেন আরও কয়েকজন পুলিশকর্মী। তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল।
সূত্রের খবর, বন্দুকবাজরা ট্রাকে চড়ে এসেছিল। বাজারে পৌঁছেই তারা দোকানে ঢুকে গুলি চালাতে শুরু করে। প্রায় ৪ ঘণ্টা ধরে সাধারণ মানুষ ও পুলিশের উপর গুলিবর্ষণ করে আততায়ীরা। এটি কোনও জঙ্গিগোষ্ঠীর কাজ কাজ নয়, বলেই প্রাথমিক ভাবে ধারণা পুলিশের।
স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় গুলিচালনা শুরু হয়। জার্সি সিটির মেয়র জানিয়েছেন, দুটি পৃথক গুলিচালনার ঘটনা মঙ্গলবার ঘটেছিল। প্রথমটি বে ভিউ সিমেট্রিতে। দ্বিতীয়টি কসের বাজারের কাছে।
এলাকা জুড়ে এখনও আতঙ্কের ছবি। রাস্তাঘাটে খুবই কম মানুষ চলাচল করছেন। ঘটনার পর বন্ধ রাখা হয় স্কুল। ঘটনার পিছনে কাদের হাত, তা এখনও পরিষ্কার নয়। তদন্তে নেমেছে পুলিশ।
এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement