President Droupadi Murmu : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চপার বসে গেল কংক্রিটের নবনির্মিত হেলিপ্যাডে, কী হল তারপর ?
Kerala News: মূলত পাম্বার কাছে নীলাক্কালে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার অবতরণের স্থান প্রমোদমে পরিবর্তন করা হয়।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার বসে গেল নবনির্মিত হেলিপ্যাড টারম্যাকে। কেরলের প্রমোদমের ঘটনা। বুধবার কেরলে শবরীমালা মন্দির পরিদর্শনে যান রাষ্ট্রপতি। তিনি রাস্তা দিয়ে শবরীমালার পাদদেশ পাম্বার উদ্দেশে রওনা হওয়ার পর, রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামের ওই টারম্যাক থেকে ভারতীয় বিমান বাহিনীর Mi-17 হেলিকপ্টারের চাকা ঠেলে বের করে আনতে দেখা যায় বেশ কয়েকজন পুলিশ এবং দমকল কর্মীকে। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানান, শেষ মুহূর্তে অবতরণের জন্য প্রমোদমে স্থান নির্ধারণ করা হয়েছিল এবং মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়।
মূলত পাম্বার কাছে নীলাক্কালে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার অবতরণের স্থান প্রমোদমে পরিবর্তন করা হয়। পুলিশ অফিসার বলেন, "কংক্রিকেট কাজ সম্পূর্ণ শেষ হয়নি। তাই, অবতরণের সময় হেলিকপ্টারের ভার বহন করতে পারেনি। গ্রাউন্ডে চাকা স্পর্শ করতেই তা বসে যায়।"
#WATCH | Kerala: A portion of the helipad tarmac sank in after a chopper carrying President Droupdi Murmu landed at Pramadam Stadium. Police and fire department personnel deployed at the spot physically pushed the helicopter out of the sunken spot. pic.twitter.com/QDmf28PqIb
— ANI (@ANI) October 22, 2025
চার দিনের সরকারি সফরে মঙ্গলবার সন্ধেয় তিরুঅনন্তপুরমে পৌঁছান রাষ্ট্রপতি। আজ বুধবার শবরীমালায় প্রভু আয়াপ্পা মন্দিরে পুজো দেওয়ার কথা তাঁর। তিনিই প্রথম মহিলা রাষ্ট্রপতি যিনি শবরীমালায় আয়াপ্পা মন্দির পরিদর্শনে যাবেন। এছাড়াও ১৯৭০-এর দশকে শবরীমালা পরিদর্শনকারী প্রাক্তন রাষ্ট্রপতি ভিভি গিরির পর তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি মন্দির পরিদর্শন করেছেন। শবরীমালা দর্শনের পর, তিনি সন্ধেয় তিরুঅনন্তপুরমে ফিরে আসবেন। বৃহস্পতিবার, তিনি রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণনের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করবেন।
পরে, তিনি ভারকালের শিবগিরি মঠে শ্রী নারায়ণ গুরুর মহাসমাধি শতবর্ষ উদযাপনের উদ্বোধন করবেন এবং কোট্টায়াম জেলার পালায় সেন্ট থমাস কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।
রাষ্ট্রপতি মুর্মু ২৪ অক্টোবর এর্নাকুলামের সেন্ট তেরেসা কলেজের শতবর্ষ উদযাপনে যোগ দিয়ে কেরালা সফর শেষ করবেন।
প্রসঙ্গত, কেরলের শবরীমালা মন্দির ভক্তির অন্যতম পীঠস্থান। বহু ভক্ত এখানে ভিড় জমান। তাঁরা নিষ্ঠা ভরে প্রার্থনা করেন। নিজেদের আশা-আকাঙ্খা পূরণের জন্য প্রার্থনা জানান। Kerala News






















