NBDA Delegation Met PM Modi: প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ NBDA-র প্রতিনিধি দলের
News Broadcasters & Digital Association: প্রেসিডেন্ট রজত শর্মার নেতৃত্বে নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল মঙ্গলবার দেখা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।
নয়াদিল্লি: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Mr. Narendra Modi) ডাকে সাড়া দিয়ে তাঁর সঙ্গে দেখা করল নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশনের (News Broadcasters & Digital Association) প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট রজত শর্মা।
ওই প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বর্তমান নিউজ ব্রডকাস্ট ইন্ডাস্ট্রির অবস্থা, সীমাবদ্ধতা, সমস্যা এবং ডিজিটাল বিপ্লবের এই যুগে সংবাদ মাধ্যমের বৃদ্ধিতে কীভাবে প্রভাব পড়ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হওয়া NBDA-এর প্রতিনিধি দলের এই বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও।
নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলে প্রেসিডেন্ট রজত শর্মা ছাড়াও ছিলেন নিউজ২৪ ব্রডকাস্ট ইন্ডি লিমিটেডের চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর মিস অনুরাধা প্রসাদ শুক্লা, টিভি ১৮ ব্রডকাস্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রাহুল জোশী, টিভি টুডে নেটওয়ার্ক লিমিটেডের ভাইস চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর মিস কাল্লি পুরি ভান্ডাল, এবিপি নেটওয়ার্ক লিমিটেডের ডিরেক্টর মিস্টার ধ্রুব মুখোপাধ্যায়, জি মিডিয়া কর্পোরেশনের পরামর্শদাতা মিস্টার অনিল কুমার মালহোত্রা, নিউদিল্লি টেলিভিশনের ডিরেক্টর মিস্টার সঞ্জয় পুগালিয়া, ইনাডু টেলিভিশন প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর মিস্টার আই. ভেঙ্কট, সান টিভি নেটওয়ার্ক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার আর মহেশ কুমার, নিউজ ব্রডকাস্টিং বিজনেস বেনেট কোলম্যান অ্যান্ড কোং লিমিটেটে সিওও মিস্টার বরুণ কোহলি এবং নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশনের সেক্টেটারি জেনারেল মিস অ্যানি জোশেফ।
এনবিডিএ সংগঠনের ওয়েবসাইট অনুযায়ী, নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশনে ২৭টি প্রথম সারির নিউজ ও কারেন্ট অ্যাফেয়ার্স ব্রডকাস্টার রয়েছে যাতে ১২৫টি নিউজ ও কারেন্ট অ্যাফেয়ার্স চ্যানেল রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।