NHAI Guidelines on Vehicles : ১০ সেকেন্ডের বেশি যেন 'সার্ভিস টাইম' না হয়, টোল প্লাজাগুলিকে নয়া নির্দেশ
কোনও গাড়ির জন্য টোল প্লাজায় ১০ সেকেন্ডের বেশি সময় বরাদ্দ করা যাবে না। ভিড় এড়াতে নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড়তে হবে গাড়ি। এমনই নির্দেশ জারি করেছে 'ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া'(NHAI)।
নয়াদিল্লি : কোনও গাড়ির জন্য টোল প্লাজায় ১০ সেকেন্ডের বেশি সময় বরাদ্দ করা যাবে না।ভিড় এড়াতে নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড়তে হবে গাড়ি। এমনই নির্দেশ জারি করেছে 'ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া'(NHAI)।
সম্প্রতি টোল প্লাজার সার্ভিস টাইম নিয়ে গাইডলাইন পাঠিয়েছে NHAI কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, কোনওভাবেই টোলপ্লাজায় গাড়ি যেন ১০ সেকেন্ডের বেশি না দাঁড়ায়। নির্ধারিত সময়ের মধ্যেই সার্ভিস দিতে হবে গ্রাহককে।এমনকী ভিড়ের সময় ন্যাশনাল হাইওয়ের টোলপ্লাজাগুলিকেও ওই ১০ সেকেন্ডের সার্ভিস টাইমের কথা মাথায় রাখতে হবে।
নতুন গাইডলাইন অনুযায়ী, এবার থেকে টোলপ্লাজার সামনে ট্রাফিক সচল রাখার নির্দেশ দিয়েছে NHAI কর্তৃপক্ষ। এক্ষেত্রে টোলপ্লাজার ১০০ মিটারের মধ্যে যাতে গাড়ির ভিড় জমা না হয়, সেদিকে নজর দিতে হবে টোলপ্লাজার কর্মীদের। হাইওয়ে অথরিটির দাবি, ১০০ শতাংশ আবশ্যিক ফাস্টট্যাগ পরিষেবা চালু হওয়ায় এখন বেশিরভাগ টোলপ্লাজায় ভিড় জমার বা 'ওয়েটিং টাইম' হওয়ার কথা নয়।
ফাস্ট ট্যাগ পরিষেবার পরও টোলপ্লাজায় ১০০মিটারের বেশি দূরত্ব পর্যন্ত গাড়ির ভিড় থাকলে বিনা টোলে ছেড়ে দিতে হবে গাড়িগুলিকে। সেই কারণে এবার থেকে টোল প্লাজায় ১০০মিটার দূরত্ব বোঝাতে হলুদ লাইন দেওয়া থাকবে। প্রতিটি টোল বুথেই দেওয়া থাকবে এই হলুদ লাইন। বুধবারের বিবৃতিতে তেমনই জানিয়েছে 'ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া'।
১০০শতাংশ নগদবিহীন পরিষেবা চালু করতে গত ফেব্রুয়ারি মাসেই দেশজুড়ে ফাস্টট্যাগ পরিষেবা চালু করে NHAI কর্তৃপক্ষ। পরিসংখ্যান বলছে, 'ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া'-র টোল প্লাজায় ইতিমধ্যেই ৯৬ শতাংশ গাড়ি ফাস্টট্যাগ ব্যবহার করছে। দেশে এখন ইলেকট্রনিক টোল কালেকশনের ওপরেই ভরসা রেখে নয়া ট্রাফিক ডিজাইন তৈরি করা হচ্ছে। সেই অনুযায়ী টোল প্লাজাগুলিতে গাইডলাইন পাঠিয়েছে অথরিটি। আগামী ১০ বছরের টোল কালেকশন সিস্টেমের কথা মাথায় রেখেই নতুন পরিকল্পনা করছে 'ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া'। সেই
কারণেই বুধবার নয়া নির্দেশিকা জারি করেছে NHAI কর্তৃপক্ষ।