Delhi Blast: রাজধানীতে ড্রোন-রকেট দিয়ে হামলার ছক, দিল্লি বিস্ফোরণকাণ্ডে আরও এক গ্রেফতার, কাশ্মীরের জসির প্ল্যান ছিল আরও বড় কিছুর?
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কাজিগুন্ডের বাসিন্দা অভিযুক্ত ব্যক্তি এই হামলার পেছনে একজন সক্রিয় সহ-ষড়যন্ত্রকারী ছিলেন

নয়া দিল্লি: লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ। দিল্লি বিস্ফোরণকাণ্ডে আরও একজন গ্রেফতার। অনন্তনাগ থেকে জাসির বিলাল ওয়ানি গ্রেফতার। ড্রোন তৈরিতে সহযোগিতার অভিযোগে গ্রেফতার।
পুলিশ সূত্রে খবর, 'লালকেল্লার বিস্ফোরণের চক্রী উমরের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ। উমরের সঙ্গেই হামলার চক্রান্তে জড়িত ওয়ানি। জসির বিলাল ওয়ানি ওরফে দানিশ, যিনি একজন কাশ্মীরি বাসিন্দা, তাকে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এনআইএ তদন্তে জানা গেছে যে জসির ড্রোন ব্যবহার করে এবং ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের আগে রকেট তৈরির চেষ্টা করে রেড ফোর্টের কাছে হামলা চালানোর জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কাজিগুন্ডের বাসিন্দা অভিযুক্ত ব্যক্তি এই হামলার পেছনে একজন সক্রিয় সহ-ষড়যন্ত্রকারী ছিলেন এবং সন্ত্রাসী হত্যাকাণ্ডের পরিকল্পনা করার জন্য সন্ত্রাসী উমর উন নবীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন।
এমনকী দিল্লি বিস্ফোরণস্থল থেকে উদ্ধার TATP বিস্ফোরক। দিল্লি বিস্ফোরণকাণ্ডে আরও ১ ধরণের বিস্ফোরকের হদিশ। ঘটনাস্থলে থেকে উদ্ধার নমুনা পরীক্ষার পর মিলল নতুন বিস্ফোরকের হদিশ। TATP বিস্ফোরণের জন্য প্রয়োজন হয় না কোনও ডিটোনেটর। যে বড় ধরণের আঘাত পেলেই TATP বিস্ফোরণ, সূত্রের খবর। নওগাম বিস্ফোরণের নেপথ্যেও TATP, অনুমান ফরেন্সিকের। কেন জম্মু-কাশ্মীরের নওগামে বিস্ফোরণ, জানতে পারছিল না তদন্তকারী সংস্থা। নওগামে TATP বিস্ফোরণ, অনুমন ফরেন্সিকের।
দিল্লি বিস্ফোরণে ধৃত আমির আলির NIA হেফাজত হয়েছে। ১০ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্টের NIA আদালত। গতকালই আমির আলিকে গ্রেফতার করে NIA ।
অন্যদিকে, দিল্লি-বিস্ফোরণকাণ্ডের শুরুর দিন থেকেই চর্চায় ছিল ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়। আর এবার এই হাসপাতালের সঙ্গে যুক্ত শিক্ষক ও চিকিৎসক শাহিন শাহিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা লেনদেনের হদিশ পেলেন তদন্তকারীরা। সেইসঙ্গে হাতে এসেছে ধৃত চিকিৎসকের একাধিক পাসপোর্ট। যা ঘিরে সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্যও।






















