Nima Rinji Sherpa: আট হাজারি ১৪টি শৃঙ্গ ছুঁয়ে নজির, বিশ্বের কনিষ্ঠতম হিসেবে রেকর্ড গড়লেন এই তরুণ
Youngest Sherpa: গত ৯ নভেম্বর সর্বশেষ, নেপালের ৮০২৭ মিটার উঁচু শিশাপাংমা পর্বতশৃঙ্গ ছুঁয়ে নজির গড়েন নিমা।
'আঠারো বছর বয়স কী দুঃসহ
স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
আঠারো বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি'...।
দুঃসাহসই বটে, নইলে এ কাজ করা যায় না। চার দেওয়ালের বাইরে পা রাখতে এখনও মনে ভয় কাজ করে অনেকের। আর সেখানে মাত্র আঠেরো বছর বয়সে পৃথিবীর ১৪টি উচ্চতম পর্বতশৃঙ্গ ছোঁয়া হয়ে গেল তরুণের। ৮০০০ মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ ছুঁয়ে রেকর্ড গড়লেন নেপালের নিমা রিনজি শেরপা। সবচেয়ে কমবয়সে এই নজির গড়লেন তিনি। গত ৯ নভেম্বর সর্বশেষ, নেপালের ৮০২৭ মিটার উঁচু শিশাপাংমা পর্বতশৃঙ্গ ছুঁয়ে নজির গড়েন নিমা। (Nima Rinji Sherpa)
৯ অক্টোবর পর্বতারোহী পাসাং নুরবু শেরপার সঙ্গে শিশাপাংমা শৃঙ্গটি ছোঁন নিমা। এই সাফল্য ব্যখ্যা করতে গিয়ে বলেন, "অসম্ভব আনন্দগ হচ্ছে।" পরিবারের মোটামুটি সব সদস্যই পর্বতারোহী। সেখান থেকেই রাহাড়-পর্বত তাঁর নেশা এবং ভালবাসা হয়ে ওঠে। পর্বতারোহী হিসেবে নেপালে খ্যাতি রয়েছে নিমার বাবা তাশি লাকপা শেরপা, কাকা মিংমা শেরপারাও। (Youngest Sherpa)
নিমা বলেন, "আমার বাবা, কাকারা, সকলেই ছোট গ্রাম থেকে উঠে এসেছেন। এত সাফল্যের স্বপ্ন দেখারও সাধ্য ছিল না। অনেক কঠিন পরিস্থিতি পেরিয়ে এসেছেন। আমার তবু কিছু সুযোগ-সুবিধা রয়েছে। ওঁদের কিন্তু কিচ্ছু ছিল না।" পরবর্তী অভিযানের প্রস্তুতিও ইতিমধ্যেই নিতে শুরু করেছেন নিমা। দড়ি এবং অক্সিজেন ছাড়াই ৮১৬৩ মিটার উঁচু মানাসলু পর্বতশৃঙ্গ ছোঁবেন।
View this post on Instagram
পরবর্তী অভিযান নিয়ে নিমা বলেন, "শীতকালে ৮০০০ মিটার পর্বতে উঠব। কোনও সাপোর্ট থাকবে না। গোটাটাই সহ্যশক্তির উপর নির্ভর করবে। পর্বত অভিযানের ইতিহাসে যা আগে হয়নি।" মানাসলুতে নিমার সঙ্গী হবেন ইতালির সিমোন মোরো। এবারের অভিযানে তেমন সাহায্য পাননি নিমা। বরং বাবার ১৪ বছরের কেরিয়ারের দৌলতেই অভিযানে বেরনোর সাহস পান।
তবে পরবর্তী অভিযান নিয়ে আশাবাদী নিমা। কোনও না কোনও সংস্থা এবার নিশ্চয়ই তাঁর স্পনসর হিসেবে এগিয়ে আসবে বলে মনে করছেন তিনি। পর্বত অভিযানে শেরপাদের সহযোগী হিসেবে দেখার রীতি পাল্টাতে চান নিমা। পর্বত অভিযানে শেরপাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরতে চান গোটা পৃথিবীর সামনে।
গত দু'বছরে একের পর এক মাইলফলক ছুঁয়েছেন নিমা। এভারেস্ট, K2 এবং আরও পাঁচটি শৃঙ্গ ছুঁয়ে ফেলেন মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে। তবে ব্যক্তিগত ভাবে অন্নপূর্ণা শৃঙ্গজয় নিমার সবচেয়ে পছন্দ। ১৭ বছর বয়সে অক্সিজেন ছাড়া অন্নপূর্ণা জয় করেন তিনি। মোটেই সহজ ছিল না ওই অভিযান। শরীর প্রায় দিচ্ছিল না। তা-ও লক্ষ্য থেকে একচুল সরেননি তিনি। নেপালের পর্বত অভিযান নির্ভর পর্যটনেও পরিবর্তন ঘটাতে চান নিমা।