এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
১২ বছর ধরে ঝুলে ছিল কাজ! যে অফিসারদের জন্য দেরি, তাঁদের ছবি টাঙানো হোক, বললেন ক্ষুব্ধ গড়কড়ী
দৃশ্যতই ক্ষুব্ধ মন্ত্রী বলেছেন, এনএইচএআই অকর্মণ্য, অপদার্থ ও দুর্নীতিগ্রস্ত লোকে ভর্তি। এদের ক্ষমতা এত বেশি, যে মন্ত্রক নির্দেশ দেওয়ার পরেও এরা ইচ্ছে করে ভুল সিদ্ধান্ত নেয়।
নয়াদিল্লি: কাজে গাফিলতির অভিযোগে ফের সরকারি আধিকারিকদের ওপর ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ী। জাতীয় সড়ক তৈরিতে অযথা দেরি হচ্ছে বলে অসন্তুষ্ট গড়কড়ী বলেছেন, যে আধিকারিকদের জন্য কাজ ১২ বছর পিছিয়ে গিয়েছে, তাঁদের ছবিও ১২ বছর ধরে সরকারি বিল্ডিংয়ে টাঙিয়ে রাখা হোক।
গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি বহুতল উদঘাটন করেন গড়কড়ী। তখন বলেন, যে অফিসারদের জন্য কাজে দেরি হচ্ছে, তাঁদের ছবি এই বহুতলে টাঙিয়ে রাখা হোক। তাঁর কথায়, এনএইচএআই-এ সংস্কার জরুরি। যে অফিসারদের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ, তাঁদের নাম না করে তিনি বলেন, নন পারফর্মিং অ্যাসেটদের বাইরে যাওয়ার রাস্তা দেখানো উচিত। এরা কাজকর্মে বিভ্রান্তি ও বাধার সৃষ্টি করে। ওই বহুতলের উল্লেখ করে গড়কড়ী বলেন, ৫০ কোটি টাকার এই প্রকল্প ২০০৮ সালে হাতে নেওয়া হয়েছিল, ২০১১ সালে টেন্ডার ডাকা হয়, তারও ৯ বছর পর কাজ শেষ হল।
দৃশ্যতই ক্ষুব্ধ মন্ত্রী বলেছেন, এনএইচএআই অকর্মণ্য, অপদার্থ ও দুর্নীতিগ্রস্ত লোকে ভর্তি। এদের ক্ষমতা এত বেশি, যে মন্ত্রক নির্দেশ দেওয়ার পরেও এরা ইচ্ছে করে ভুল সিদ্ধান্ত নেয়। এই অক্ষক আধিকারিকদের বার করে দেওয়ার সময় এসেছে। যাঁরা সৎ তাঁদের সমর্থন করা উচিত, তা না হলে তাঁরা ঠিকমত কাজ করতে পারবেন না।
নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হওয়া মজবুত নির্মাণই আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণে সাহায্য করতে পারে, বলেছেন গড়কড়ী। তবে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র পাওয়া নতুন নির্মাণের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা, নেনে নিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement