Pramod Sawant Swearing-In:কালো মাস্ক-কালো পোশাক পরলে 'নো এন্ট্রি', গোয়ার মুখ্যমন্ত্রীর শপথে নয়া বিধি
Goa Chief Minister's Swearing-In: সোমবার গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন বিজেপির প্রমোদ সাওয়ান্ত। তার আগেই জারি হয়ে গেল বিধি নিষেধ।
Goa Chief Minister's Swearing-In: মাঝে মাত্র একটা দিন। সোমবার গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন বিজেপির প্রমোদ সাওয়ান্ত। তার আগেই জারি হয়ে গেল বিধি নিষেধ। গোয়ার বিজেপি সভাপতি সদানন্দ শেঠ তানাভাড়ে জানিয়েছেন, শপথগ্রহণ অনুষ্ঠানে কালো মাস্ক ও কালো পোশাক পরে ঢুকতে পারবেন না কেউ।
Pramod Sawant Swearing-In: গোয়াতে সোমবার তারকার মেলা
সোমবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিশিষ্টজনেরা। পানাজির কাছে ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে এই শপথগ্রহণ। তানাভাড়ে শনিবার সাংবাদিকদের বলেন, "কালো মাস্ক ও কালো পোশাক পরা ব্যাক্তিদের অনুষ্ঠানস্থলের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে, অনুষ্ঠানটি সবার জন্য খোলা থাকবে।"
Goa Election Result: গোয়া নির্বাচনের ফল
গত ১৪ ফেব্রুয়ারি গোয়াতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। যার ফল প্রকাশিত হয় গত ১০ মার্চ। বিজেপি ৪০ সদস্যের হাউসে ২০টি আসন জেতে। যদিও কিছু নির্দল ও মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি সমর্থন দেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পদ্ম শিবির।
Goa Election Result: এবারই গোয়ায় প্রথমবার ভোটে লড়াই করেছিল তৃণমূল। তবে সাফল্য আসেনি। দলের কোনও প্রার্থীই ভোটে জিতে বিধানসভায় যেতে পারেননি। যদিও জোটসঙ্গী এমজিপি ২ আসনে জিতেছে। কিন্তু ভোটের ফল বেরোনোর পরই এমজিপি বিজেপিকে সমর্থনের কথা জানিয়েছিল। গোয়ার রাজনীতিতে পা রেখে সাফল্য কিছু আসেনি তৃণমূলের। তবে প্রথমবার লড়ে প্রায় ছয় শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘গোয়ায় তৃণমূল ৩ মাসের মধ্যে ৬ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল।’ এবার গোয়া বিধানসভা ভোটের আগে প্রথমবার দক্ষিণের এই রাজ্য লড়াইয়ের কথা ঘোষণা করেছিল তৃণমূল। গোয়া কংগ্রেসের বেশ কয়েকজন নেতা তৃণমূলে যোগ দিয়েছিলেন। ঘাসফুল শিবিরে সামিল হয়েছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইনজিনহো ফেলেইরোও। ভোটের আগেই অবশ্য কয়েকজন নেতা তৃণমূল ছেড়েছিলেন। ভোটে আগে রাজ্যে একাধিকবার সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রথমসারির নেতৃত্ব।