উপসর্গ নেই, করোনা আক্রান্ত আনন্দ এল রাই, সোশাল মিডিয়ায় জানালেন আতরঙ্গী রে-র পরিচালক
ডিসেম্বরে আতরঙ্গী রে ছবির শ্যুটিং শুরু হয়েছে। গত ২২ এবং ২৩ ডিসেম্বর আগ্রায় তাজমহলে শ্যুটিং করেন আতরঙ্গী রে-র কলাকুশলীরা। যাঁদের মধ্যে ছিলেন অক্ষয় কুমার এবং সারা আলি খান। শ্যুটিং শেষের ছবি পোস্ট করেন পরিচালক আনন্দ এল রাই।
মুম্বই: এবার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন ‘আতরঙ্গী রে’ ছবির পরিচালক আনন্দ এল রাই। নিজেই সোশাল মিডিয়ায় এই খবর জানালেন পরিচালক। জানিয়েছেন, সরকারি নির্দেশিকা অনুযায়ী কোভিড ১৯ গাইডলাইন মেনে কোয়ারান্টিনে আছেন তিনি। একইসঙ্গে তাঁর সংস্পর্শে আসা বাকিদের নমুনা পরীক্ষা করার আবেদন জানান পরিচালক।
বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমার কোনও উপসর্গ নেই। আমি ভাল আছি। নির্দেশিকা মেনে আমি কোয়ারান্টিনে আছি, যাঁরা গত কয়েকদিনের মধ্যে আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের নমুনা পরীক্ষা করানোর আবেদন জানাচ্ছি। সরকারের গাইডলাইন মেনে আপাতত কোয়ারেন্টাইনে থাকুন। আপনাদের ভালবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।
ডিসেম্বরে আতরঙ্গী রে ছবির শ্যুটিং শুরু হয়েছে। গত ২২ এবং ২৩ ডিসেম্বর আগ্রায় তাজমহলে শ্যুটিং করেন আতরঙ্গী রে-র কলাকুশলীরা। যাঁদের মধ্যে ছিলেন অক্ষয় কুমার এবং সারা আলি খান। শ্যুটিং শেষের ছবি পোস্ট করেন পরিচালক আনন্দ এল রাই। শ্যুটিংয়ের ছবি শেয়ার করেন সারা, অক্ষয় দুজনেই।
উল্লেখ্য, আতরঙ্গী রে ছবিতে শাহজাহানের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। অক্ষয়ের বিপরীতে আছেন সারা আলি খান। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে দেখা যাবে দক্ষিণী তারকা ধনুষ। আনন্দ এল রাই পরিচালিত এই ছবির সঙ্গীত পরিচালক এ আর রহমান। ছবিতে মূলত ব্যবহার করা হয়েছে লোকসঙ্গীতকে। এই প্রথম একসঙ্গে ক্রিন শেয়ার করবেন অক্ষয় কুমার, সারা আলি খান, ধনুষ। ছবির গল্প লিখেছেন হিমাংশু শর্মা। ফিল্ম কেরিয়ারে এই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করবেন সারা আলি খান। ধনুষের তৃতীয় হিন্দি ছবি এটা। সম্ভবত, আগামী বছর ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পাবে এই ছবি।