এক্সপ্লোর
Advertisement
দেশের সবাইকে নয়, গুরুত্ব অনুযায়ী করোনা ভ্যাকসিনের টিকাকরণের পক্ষপাতী চিন
এক ভ্যাকসিন সম্মেলনে যোগ দিয়ে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ডিরেক্টর গাও ফুল জানিয়েছেন যে উহান প্রদেশে অতিমারী ছড়িয়ে পড়া শুরু করলেও চিন অনেকখানি সামলে নিয়েছে পরিস্থিতি। তাই গণহারে টিকাকরণের কথা তাঁরা ভাবছেন না। গুরুত্ব অনুযায়ী বাছাই করে টিকা দেওয়ার কাজ করা হবে।
বেজিং: পশ্চিমী দুনিয়ার অনেক দেশের সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র করোনাভাইরাস দমনের টিকা বাজারে আসার অপেক্ষা, তারপরই দেশজুড়ে মাস পাবলিক ভ্যাকসিনেশনের কাজ শুরু হবে। তেমনটা কিন্তু ভাবছে না চিন। তারা কাদের কাদের আগে টিকা দেওয়া হবে, কাদের এখনই টিকা দেওয়ার প্রয়োজন নেই, সেই ব্যাপারে প্রায়োরিটি লিস্ট তৈরি করে নিচ্ছে। করোনা মহামারীতে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন যাঁরা, তাঁদের সকলকে আগে টিকা দেওয়া হবে বলে ঠিক করেছে চীন। স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসক এঁদের মতো মানুষদের আগে টিকা দেবে চিন।
এক ভ্যাকসিন সম্মেলনে যোগ দিয়ে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ডিরেক্টর গাও ফুল জানিয়েছেন যে উহান প্রদেশে অতিমারী ছড়িয়ে পড়া শুরু করলেও চিন অনেকখানি সামলে নিয়েছে পরিস্থিতি। তাই গণহারে টিকাকরণের কথা তাঁরা ভাবছেন না। গুরুত্ব অনুযায়ী বাছাই করে টিকা দেওয়ার কাজ করা হবে।
গাও জানিয়েছেন চিনের যেসব জায়গা হটস্পট হিসেবে চিহ্নিত করা গিয়েছে, কিংবা যেসব জায়গায় বাজার, সেলুন, রেস্টুরান্ট রয়েছে, স্কুল-কলেজের পাড়া আছে, এমন জনবহুল এলাকাগুলিতে আগে টিকাকরণে জোর দেওয়া হবে। আর চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা তো অবশ্যই টিকাকরণে গুরুত্বের দিক দিয়ে তালিকার উপরের দিকে থাকবেন। প্রসঙ্গত, সারা পৃথিবীতে মোট ৩০টি গবেষণাগারে কোভিড ভাইরাসের টিকা তৈরির কাজ চলছে। এর মধ্যে শুধুমাত্র চিনেই কাজ চলছে ৯টি জায়গায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement