India-Pakistan Conflict: 'পহেলগাঁও হামলার পর সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল ভারতের', চিনকে স্পষ্ট বার্তা ডোভালের
India Pakistan News Update : পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী মহম্মদ ঈশাক দারের সঙ্গেও কথা বলেন ওয়াং।

বেজিং : 'যুদ্ধ ভারতের পথ নয়। কিন্তু, পহেলগাঁও হামলার পর সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল ভারতের।' চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে কথোপকথনের সময় স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। চিনের সরকার-পোষিত সংবাদ এজেন্সি Xinhua সূত্রের খবর। অন্যদিকে, চিনের বিদেশমন্ত্রী বলেন, নয়াদিল্লি ও ইসলামাবাদ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বিরোধিতা মিটিয়ে নেবে এবং সংঘর্ষবিরতি জারি থাকবে বলে তিনি আশা করেন। এর পাশাপাশি তিনি গত ২২ এপ্রিল ঘটে যাওয়া পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করেন। অন্যদিকে, পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী মহম্মদ ঈশাক দারের সঙ্গেও কথা বলেন ওয়াং।
পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় বেছে বেছে নিরীহ হিন্দু পর্যটকদের মেরেছিল জঙ্গিরা। পাল্টা জবাবে 'অপারেশন সিঁদুর'-এ পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। তারপরও সীমান্ত লাগাতার গোলাবর্ষণের পাশাপাশি ভারতের আকাশে একের পর এক ড্রোন পাঠায় পাকিস্তান। যার পাল্টা জবাব দেয় ভারতের নিরাপত্তাবাহিনী। একের পর এক পাকিস্তানি ড্রোন গুলি করে নামায় ভারতের বাহিনী। চারদিন ধরে এই পরিস্থিতির পর গতকাল সংঘর্ষবিরতি ঘোষণা করে পরমাণু-অস্ত্রধারী দুই রাষ্ট্র। জল, স্থল ও অন্তরীক্ষে সামরিক অ্যাকশন থেকে বিরত থাকার কথা জানানো হয়।
যদিও এর ৩ ঘণ্টার মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ইসলামাবাদ। উধমপুরে হামলা ! আখনুর সেক্টরে গুলি, নাগরোটা সেনা ক্যাম্পে সন্দেহভাজন জঙ্গির গুলি, নাগরোটা সেনা ক্যাম্পে গুলির মতো ঘটনা ঘটে ! ভারতের সীমান্তবর্তী ৯টি শহরে দেখা যায় পাক ড্রোন! গতকাল রাত ৮.১৫ থেকে জম্মুতে ফের হামলা চালায় পাকিস্তান। সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুর ১১টি জায়গায় গুলি-মর্টার ছুড়তে শুরু করে। জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাক সেনার তরফ থেকে গুলি চালান হয়। এই পরিস্থিতিতে কড়া বার্তা দেয় ভারতের বিদেশমন্ত্রক। পরিস্থিতির গুরুত্ব বুঝুক পাকিস্তান, সেনাকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়। ভারতের কড়া বার্তার পরেই নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ বন্ধ পাকিস্তানের। গতকাল রাত ১০টার পর থেকে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের তরফ থেকে গোলাগুলি বন্ধ। এই আবেহ চিনের বিদেশমন্ত্রী ও অজিত ডোভালের কথা। ডোভালের সঙ্গে কথোপকথনের সময় ওয়াং আশাপ্রকাশ করে বলেন, ভারত ও পাকিস্তান শান্ত ও সংযত থাকবে, আলোচনা ও পরামর্শের মাধ্যমে পার্থক্যগুলি সঠিকভাবে সমাধান করবে এবং পরিস্থিতি আরও খারাপ করা এড়াবে। সংবাদ এজেন্সি Xinhua সূত্রের খবর
বিস্তারিত আসছে...






















