এক্সপ্লোর
হরিয়ানায় কোভিড ওয়ার্ডের সহকর্মীকে পোশাক বদলের ঘরে ঢুকে যৌন ‘হেনস্থা’ মত্ত ডাক্তারের, পাল্টা তাঁকে চড়-থাপ্পড়, স্লোগান নার্সদের
রাগে, ক্ষোভে হাসপাতালের অন্য নার্স ও মহিলা স্বাস্থ্যকর্মীরা দল বেঁধে ওই ডাক্তারের ঘরে ঢুকে চড়-থাপ্পড়, ঘুষি মারেন ওই ডাক্তারকে। সঙ্গে উচ্চস্বরে স্লোগানও চলে ডাক্তারের অপসারণের এবং শাস্তির দাবিতে।
নয়াদিল্লি: হরিয়ানার পঞ্চকুলা জেলা হাসপাতালে নার্সকে যৌন হয়রানির অভিযোগ উঠল এক ডাক্তারের বিরুদ্ধে। হাসপাতালের নার্সরা মিলে ডাক্তারের ঘরে গিয়ে তাঁকে বেশ কয়েক ঘা লাগিয়েও এসেছেন, চড়-থাপ্পড় মেরেছেন।
জানা যাচ্ছে, অভিযোগকারী নার্স কোভিড-১৯ আইসোলেশন ওয়ার্ডের দায়িত্বে ছিলেন। দিনদুয়েক আগে কাজ শেষ হওয়ার পর তিনি যখন আলাদা ঘরে গিয়ে পোশাক পরিবর্তন করছিলেন, তখনই সেখানে ঢুকে পড়ে নার্সের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন ওই ডাক্তার। তাঁকে নানা ভাবে যৌন হেনস্থা করেন। নার্স যখন চিৎকার করেন, ভয় দেখান, তখন তিনি সেখান থেকে পালিয়ে যান। এরপর ওই নার্স হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু হতেই ব্যাপারটা জানাজানি হয়ে যায়। রাগে, ক্ষোভে হাসপাতালের অন্য নার্স ও মহিলা স্বাস্থ্যকর্মীরা দল বেঁধে ওই ডাক্তারের ঘরে ঢুকে চড়-থাপ্পড়, ঘুষি মারেন ওই ডাক্তারকে। সঙ্গে উচ্চস্বরে স্লোগানও চলে ডাক্তারের অপসারণের এবং শাস্তির দাবিতে। সেই ভিডিয়ো ভাইরালও হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ডঃ যশজিৎ কউর জানিয়েছেন যে হাসপাতালের যৌন হেনস্থা সংক্রান্ত অভ্যন্তরীণ কমিটি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। হরিয়ানার ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের সঙ্গে কথা হয়েছে ঘটনাটি নিয়ে। রাজ্যের মহিলা কমিশনেও রিপোর্ট জমা পড়েছে। চিকিৎসককে হাসপাতাল থেকে বের করে দেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement