Naveen Patnaik on Alliance: তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা ওড়ালেন নবীন, '২৪-এ একাই লড়বে BJD
Naveen Patnaik on Third Front:কিছুদিন আগেই পুরীতে গিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করেছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
![Naveen Patnaik on Alliance: তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা ওড়ালেন নবীন, '২৪-এ একাই লড়বে BJD Odisha CM Naveen Patnaik Says BJD Won't go with Opposition Parties, ruled out the possibility of third front Naveen Patnaik on Alliance: তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা ওড়ালেন নবীন, '২৪-এ একাই লড়বে BJD](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/11/91649e649377be3203e20429588579e51683824691934385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সব ঠিক থাকলে আগামী বছরেই লোকসভা নির্বাচন। এই বছর থেকেই লোকসভা নির্বাচনের সলতে তৈরির কাজ শুরু করেছে বিভিন্ন দল। কংগ্রেসকে দূরে রেখে বিজেপি বিরোধী জোট গড়ে তোলার কাজ শুরু করেছে বেশ কিছু অকংগ্রেসি-অবিজেপি দল। তার মধ্যে রয়েছে তৃণমূলও।
কিছুদিন আগেই পুরীতে গিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করেছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তেজস্বী যাদব, নীতিশ কুমার। অখিলেশ যাদবও রাজ্যে এসে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অন্যদিকে ভুবনেশ্বরে গিয়ে নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এমন অবস্থায় কংগ্রেসকে দূরে রেখে বিজেপি বিরোধী জোট তৈরি হলে সেখানে অখিলেশ, তেজস্বী, নীতিশ কুমার, মমতার সঙ্গে নবীন পট্টনায়েকও থাকবেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু নিজেই সেই সম্ভাবনা খারিজ করে দিলেন নবীন পট্টনায়েক।
বৃহস্পতিবার সন্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন নবীন পট্টনায়েক। তারপরেই তিনি নিজেই তৃতীয় ফ্রন্টের তাঁর দলের থাকার যাবতীয় সম্ভাবনা খারিজ করে দেন। তাঁর দল বিজেডি কোনওরকম বিরোধী জোটে যাবে না, আগামী লোকসভা ভোটে একাই লড়বে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নবীন পট্টনায়েক।
এর আগে ভুবনেশ্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ-এর পরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেছিলেন এটা সৌজন্ সাক্ষাৎকার।
কী বলেছিলেন দুই মুখ্যমন্ত্রী?
'ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অক্ষুণ্ণ এবং শক্তিশালী থাকা উচিত', বলেছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তবে সঙ্গে এও জানিয়েছিলেন, তৃণমূলনেত্রীর সঙ্গে এটি তাঁর সৌজন্য সাক্ষাৎ। অন্য দিকে বাংলার মুখ্য়মন্ত্রীর বক্তব্য ছিল, 'নবীন পট্টনায়েক আমাকে স্নেহ করেন। আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী থাকা উচিত।'আমি তাঁর এই বক্তব্য সর্বান্তকরণে সমর্থনে করি।' সেই সঙ্গে তৃণমূলনেত্রীর আরও আশা, 'বাংলা-ওড়িশার মধ্যে ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়াল করিডর হতে পারে।' কিন্তু কী নিয়ে আলোচনা হল এদিন? 'আমরা দেশের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার বিষয়ে কথা বলেছি', যৌথ সাংবাদিক বৈঠকে বার্তা মমতার। কিন্তু রাজনৈতিক মহলের ধারণা ছিল, এর মধ্যে অন্য কোনও তাৎপর্যও থাকতে পারে। আগেই সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছেন তৃণমূলনেত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের তাই প্রশ্ন, ওড়িশার মুখ্য়মন্ত্রীর সঙ্গে বৈঠকে কি তাই রাজনৈতিক কোনও আলোচনাই হবে না?
আরও পড়ুন: খাওয়ার আগে ভিজিয়ে রাখেন? কোন কোন খাবারে এমন করতেই হবে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)