Ogo Bideshini: প্রেমিকা আর মায়ের দারুণ বন্ধুত্ব, কিন্তু অঙ্কুশের হবু বউ অন্য কেউ!
Ogo Bideshini Trailer: গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন.. এক বিদেশিনীর প্রেমে পড়েন গল্পে অঙ্কুশের চরিত্র। কিন্তু তাঁর মা বাঙালি বাড়ির আর ৫টা ঘরোয়া মায়েদের মত
কলকাতা: বাঙালি মা, তাঁর ছেলে আর এক বিয়ের গল্প। কথায় বলে, ছেলেরা নাকি মা ঘেঁষা হয়। এই গল্পও কিছুটা তেমন। কিন্তু সেই গল্পে যদি থাকে এক বিদেশিনী? মুক্তি পেল অংশুমান প্রত্যুষ (Angshuman Prattyush) পরিচালিত, অঙ্কুশ হাজরা (Ankush Hazra), অ্যালেকজান্ড্রা টেলর (Alexandra Taylor), মানসী সিংহ (Manashi Sinha), শান্তিলাল মুখোপাধ্যায় (Shaantilal Mukherjee) ও রাজনন্দিনী পাল (Rajnandini Paul)-এর নতুন ছবি ওগো বিদেশিনী (Ogo Bideshini)-র ট্রেলার (Trailer)।
গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন.. এক বিদেশিনীর প্রেমে পড়েন গল্পে অঙ্কুশের চরিত্র। কিন্তু তাঁর মা বাঙালি বাড়ির আর ৫টা ঘরোয়া মায়েদের মতো। ঘরোয়া, কুসংস্কারে বিশ্বাসী, ছেলের প্রতি অত্যন্ত স্নেহপরবশ। কিন্তু কোন এক ম্যাজিকে সেই মেয়ের সঙ্গেই বন্ধুত্ব হয়ে যায় মানসীর চরিত্রের।
আরও পড়ুন: Haami 2: শিক্ষক হওয়ার স্বপ্নপূরণ হয়নি শিবপ্রসাদের, 'হামি ২'-র ঝলক মনে করাল বর্তমান পরিস্থিতিকেই!
ভাষা না বুঝেও ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দেন একসঙ্গে, ভাগ করে নেন হাসি-আনন্দ। মা আর প্রেমিকার বন্ধুত্ব দেখে অবাক অঙ্কুশও। তবে প্রেম স্বীকারে তাঁর ভয়। আর সেই ফাঁকেই পুত্রবধূ খুঁজে আনেন মা। এই চরিত্রে দেখা যাবে রাজনন্দিনীকে। মায়ের পছন্দ মেনে কি মত পরিবর্তন করবেন অঙ্কুশ? সেই ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যাবে গল্প। অঙ্কুশের বাবার চরিত্রে দেখা যাবে শান্তিলালকে।
প্রেমের গল্পে গলার কাঁটা জাঁদরেল এক মা! এই যে ট্রেলার, জ্বলবে ফায়ার! দেখতে ভুলো না!!
— ANKUSH (@AnkushLoveUAll) September 30, 2022
Presenting the Official trailer of "ওগো বিদেশিনী" 👇https://t.co/VFUQ54Bmrj @EskayMovies @a_pratyush @Himanshukol
View this post on Instagram