এক্সপ্লোর
ব্রিটেনের বাসিন্দাকে ‘প্রতারণা’, গ্রেফতার ১, বাড়ি থেকে মিলল প্রায় ৭ কোটি টাকা!
পুলিশের অনুমান, শুধু ব্রিটেনের ওই গ্রাহকই নয়, আরও কয়েকজনকে সঙ্গে প্রতারণা করেছেন অভিযুক্ত।

কলকাতা: ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে বেহালা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতের বাড়ি থেকে প্রায় ৭ কোটি টাকা উদ্ধার। পুলিশ সূত্রে খবর, গত আগস্টে লালবাজারে এক বেসরকারি ব্যাঙ্কের তরফে অভিযোগ করা হয়, ব্রিটেনের বাসিন্দা এক গ্রাহককে ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। ওই ঘটনার তদন্তের সূত্রেই বেহালার জ্যোতিষ রায় রোড থেকে গৌরব সাথওয়ানি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বাড়ি থেকেই ৬ কোটি ৯৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান, শুধু ব্রিটেনের ওই গ্রাহকই নয়, আরও কয়েকজনকে সঙ্গে প্রতারণা করেছেন অভিযুক্ত। এ নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















