কুড়ুল দিয়ে খুন করে মুণ্ডচ্ছেদের অভিযোগ, গ্রেফতার এক
ঘটনা পুরুলিয়া ১নম্বর ব্লকের ঘাঘরজুড়ি গ্রামের
সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: কুড়ুল দিয়ে খুন করার অভিযোগ গ্রেফতার এক ব্যক্তি। শুধু খুনই নয়, মুণ্ডচ্ছেদ করে কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়। অভিযুক্তের নাম দুবরাজ মাহাত। ঘটনা পুরুলিয়া ১নম্বর ব্লকের ঘাঘরজুড়ি গ্রামের।
পুলিশ সূত্রে খবর, গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন ভবতারন মাহাতো। অভিযোগ, তাঁকে দেখতে পেয়ে আচমকাই কোপাতে থাকে দুবরাজ মাহাত। প্রকাশ্য দিবালোকে এই দৃশ্য দেখে ভয়ে পালিয়ে যান প্রত্যক্ষদর্শীরা। জানা গিয়েছে, প্রথমে বেশ কয়েক কোপ দিয়ে চলে যায় দুবরাজ। পরে ফিরে এসে দেহ থেকে মুণ্ডচ্ছেদ করে একটি পরিত্যক্ত কুয়োয় ফেলে দেয়। তার পর সে নিজের বাড়িতে আত্মগোপন করে। স্থানীয় সূত্রে দাবি, প্ররোচনার জেরেই এই খুন।
ঘটনার খবর পেয়ে মফস্বল থানার পুলিশ গ্রামে যায়। বাড়ির ছাউনি খুলে দুবরাজ মাহাতকে আটক করে পুলিশ। গাড়িতে তুলতে গেলে পুলিশ গাড়ির উপর হামলা চালায় গ্রামবাসীদের একাংশ। তাদের দাবি, পুলিশ নয় জনতার হাতে ছেড়ে দিতে হবে অভিযুক্তকে। যদিও মফস্বল থানার পুলিশ অভিযুক দুবরাজকে গ্রেফতার করে। এদিকে রাত পর্যন্ত দমকল কর্মীরা মুণ্ডুটি উদ্ধার করতে পারেননি। আর তাই মৃতদেহও তুলতে দেননি গ্রামবাসীরা।