Online Education: ইন্টারনেটে খেলব, পড়ব, কিন্তু ফাঁদে পড়ব না, প্রচারাভিযান শিশু অধিকার সুরক্ষা কমিশনের
West Bengal Commission for Protection of Child Rights: পোস্টার ও ভিডিওয় সচেতনতামূলক বার্তা দিয়েছেন প্রসেনজিত্, মিমি সহ সেলিব্রিটিরা।
ঝিলম করঞ্জাই, কলকাতা: করোনা আবহে ঘরবন্দি পড়ুয়াদের অনলাইন পঠন-পাঠনে সঙ্গী ল্যাপটপ বা মোবাইল ফোন। যেখানে পদে পদে বিপদের হাতছানি। সেই বিপদ থেকে কচিকাঁচাদের বাঁচাতে বিশেষ অভিযান শুরু করতে চলেছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন।
‘নেটে থাকব নিশ্চয়ই, কিন্তু জালে পড়ব না। ইন্টারনেটে খেলব, পড়ব, কিন্তু ফাঁদে পড়ব না।’ করোনা আবহে বিশেষ প্রচার অভিযানে এই বার্তাই দিতে চলেছে West Bengal Commission for Protection of Child Rights বা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন।
কোভিড পরিস্থিতিতে ১১ মাস ধরে বন্ধ স্কুল। অনলাইন পঠন-পাঠনে সঙ্গী ল্যাপটপ বা মোবাইল ফোন। কিন্তু সাইবার ওয়ার্ল্ডে যে বিপদ অনেক....! যে সব বিপদ সব সময় দেখা যায় যায় না। তাই খুব সহজে সেই ফাঁদে পা দিতে পারে ছোটরা।
এই পরিস্থিতিতে পড়ুয়া ও অভিভাবকদের সজাগ করতে বিশেষ অভিযান শুরু করতে চলেছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। প্রচারের জন্য তৈরি করা হয়েছে বুকলেট, পোস্টার। তৈরি করা হয়েছে সচেতনতামূলক ভিডিও। পোস্টার ও ভিডিওয় সচেতনতামূলক বার্তা দিয়েছেন প্রসেনজিত্, মিমি সহ সেলিব্রিটিরা। গান লিখেছেন চন্দ্রিল। সুর দিয়েছেন উপল।
সচেতনতামূলক প্রচারের পাশাপাশি খোলা হয়েছে হেল্পলাইনও। কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর ৯৮৩৬৫১৩০০০এবং ১০৯৮। ইমেল আইডি cyberps@kolkatapolice.gov.in। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের হেল্পলাইন নম্বর ৯৮৩৬৩০০৩০০।