Operation Sindoor: 'ভারতীয় সেনার শক্তি ভালই টের পেয়েছে রাওয়ালপিন্ডি', বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
Defence Minister Rajnath Singh: পাকিস্তানকে কটাক্ষ করে প্রতিরক্ষা মন্ত্রী এও বলেছেন যে, 'আমরা কখনই সাধারণ মানুষকে নিশানা করিনি। কিন্তু পাকিস্তান ভারতের সাধারণ মানুষকে আক্রমণ করার চেষ্টা করেছে।'
Operation Sindoor: ভারতীয় সেনার শক্তি অনুভব করেছে রাওয়ালপিন্ডি, বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রত্যাঘাত হিসেবে ভারত যে অপারেশন সিঁদুর সফলভাবে সম্পন্ন করেছে, তার জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। এর সঙ্গেই রাজনাথ সিং জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাত যে শুধুমাত্র পাকিস্তানের সীমান্তেই প্রভাব ফেলেছে তা নয়, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানি সেনার সদর দফতরেও জোরদার প্রভাব ফেলেছে ভারতের প্রত্যাঘাত।
লখনউয়ের উত্তর প্রদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোর ব্রহ্মস সুপারসোনিক ক্রুজ মিসাইল প্রোডাকশন ইউনিটের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছেন রাজনাথ সিং। সেখানেই ভাষণ দেওয়ার সময় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর শুধুমাত্র সেনা অভিযান নয়, বরং এই অভিযান ভারতের রাজনৈতিক, সামাজিক এবং কৌশলগত ইচ্ছেশক্তির প্রতীক। অপারেশন সিঁদুর ভারতের শক্তি, সংকল্প এবং সশস্ত্র বাহিনীর ক্ষমতার পরিচ্য দিয়েছে।
রবিবারের ওই ভার্চুয়াল অনুষ্ঠানে অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য সেনাবাহিনীর প্রশংসা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তারপর তিনি বলেন, 'আমার কথা শেষ করার আগে আমি বলতে চাই যে, ভারত বিরোধী যে সমস্ত জঙ্গি সংগঠন ভারতমাতার মুকুটে আক্রমণ করেছিল, বহু পরিবারের সদস্যদের জীবন নষ্ট করেছে, ভারতীয় সেনা অপারেশন সিঁদুরের মাধ্যমে তাদের ন্যায়বিচার দিয়েছে। আর তার জন্য সারা দেশ ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছে।' প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের জন্য সরাসরি জবাব। সাধারণ মানুষকে নিশানা করা এর লক্ষ্য একেবারেই নয়। পাকিস্তানকে কটাক্ষ করে প্রতিরক্ষা মন্ত্রী এও বলেছেন যে, 'আমরা কখনই সাধারণ মানুষকে নিশানা করিনি। কিন্তু পাকিস্তান ভারতের সাধারণ মানুষকে আক্রমণ করার চেষ্টা করেছে, এমনকি ধর্মীয় স্থান মন্দির, গুরুদ্বার এবং চার্চেও।'
রবিবারের ওই ভার্চুয়াল মিটিংয়ে রাজনাথ সিং জানান, রাওয়ালপিন্ডি, যেখানে পাকিস্তানের সেনাবাহিনীর হেড কোয়ার্টার রয়েছে, সেখানে ভারতীয় সেনা প্রত্যাঘাত করেছে। ভারতে জঙ্গি হামলা করলে ফলাফল কী হবে তা এখন বিশ্বের দরবারে স্পষ্ট। এটা নতুন ভারত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকাই থাকবে ভারতের, একথাও স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। চূড়ান্ত সাহসিকতার পরিচয় দিয়েছে ভারত। পহেলগাঁও হামলার প্রত্যাঘাত করা হয়েছে জোরদার ভাবে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৯টি জঙ্গি ঘাঁটি। লস্কর-হিজবুল-জইশের, এইসব জঙ্গি গোষ্ঠীর হেড কোয়ার্টার ছিল তালিকায়। লক্ষ্যমাত্রা স্থির করে, নির্দিষ্ট টার্গেটে নিশানা করে, আঘাত করেছে ভারতের সেনাবাহিনী। খতম হয়েছে ১০০-রও বেশি জঙ্গি।
তথ্যসূত্র - আইএএনএস






















