Operation Sindoor: সিঁদুর মুছে দেওয়ার বদলা Operation Sindoor, পাকিস্তানে স্ট্রাইক ভারতের, নামকরণ সার্থক
India Strikes in Pakistan: পহেলগাঁও হামলায় পাকিস্তান সংযোগ উঠে আসার পর থেকেই প্রত্যাঘাতের দাবি উঠছিল।

নয়াদিল্লি: স্বামীর নিথর দেহের পাশে যখন বসেছিলেন, তখনও মাথার সিঁদুর জ্বলজ্বল করছিল। হাতের লাল-সাদা চূড়ায় তখনও অধিবাসের গন্ধ লেগে ছিল। কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলায় স্বামী হারানো হিমাংশি নরওয়ালের ওই ছবি দেখেই বুক মুচড়ে উঠেছিল গোটা দেশের। হিমাংশি একা নন, সন্ত্রাসের অভিশাপে মাথার সিঁদুর মুছে ভূস্বর্গ থেকে ফিরতে হয়েছিল আরও অনেককেই। Operation Sindoor-এর মাধ্যমে এবার সেই সিঁদুর মোছার বদলা নিল ভারত। (Operation Sindoor)
পহেলগাঁও হামলায় পাকিস্তান সংযোগ উঠে আসার পর থেকেই প্রত্যাঘাতের দাবি উঠছিল। সেই অনুযায়ীই, মঙ্গল-বুধে গভীর রাতে পাকিস্তানের মাটিতে স্ট্রাইক চালাল ভারত। এই প্রথম ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনা একযোগে পাকিস্তানের মাটিতে গজিয়ে ওঠা জঙ্গিঘাঁটিগুলির উপর আঘাত হানল। আর সন্ত্রাসের বিরুদ্ধে চালানো এই অভিযানেরই নাম রাখা হল Operation Sindoor. পহেলগাঁও হামলায় সিঁদুর মুছে যাওয়া মহিলাদের ন্যায় বিচার দেওয়ার প্রতিশ্রুতি থেকেই এমন নামকরণ বলে মনে করা হচ্ছে। (India Strikes in Pakistan)
এর আগে, পুলওয়ামা এবং উরিতে জঙ্গি হামলার পরও পাকিস্তানকে প্রত্যাঘ্য়াত করেছিল ভারত। কিন্তু সেই সব 'সার্জিক্যাল স্ট্রাইক', 'বালাকোট স্ট্রাইক' হিসেবেই পরিচিত। কিন্তু পহেলগাঁওয়ের পাল্টা প্রত্যাঘ্য়াতের নাম Operation Sindoor রাখার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পহেলগাঁওয়ে পুরুষদেরই বেছে বেছে হত্যা করেছিল জঙ্গিরা। খুন করার আগে জানতে চাওয়া হয়েছিল ধর্মপরিচয়ও। নিহতদের মধ্যে একজন খ্রিস্টান এবং একজন মুসলিম থাকলেও, হিন্দু পরিচয় জেনেই বাকি ২৪ জনকে খুন করেছিল জঙ্গিরা। আজীবন সেই শোক, সেই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল স্ত্রীদের। মাথার সিঁদুর মুছেই কাশ্মীর থেকে ফিরে আসতে হয়েছিল স্বামীহারা মহিলাদের।
অপারেশন সিঁদুর
— Sange Suman (@IamSumanDe) May 6, 2025
সুমন দে
শব্দের অনুষঙ্গ খোঁজার সময় এটা নয়। তবু এক সদ্যবিধবার চিৎকার করে কান্নার শব্দটা কানে ভাসছিল। "আমার মাথার দিকে এক ঝলক তাকিয়েই সিঁদুর দেখে বুঝে গেল আমরা হিন্দু । ব্যাস, সঙ্গে সঙ্গে গুলি চালাল জঙ্গিরা। প্রথম গুলিটা কাঁধে তারপর... বিতান লুটিয়ে পড়ল রক্তে… pic.twitter.com/4idRNtxWY0
সেই সিঁদুর মোছার বদলা নিতেই যেহেতু অভিযান, সেই নিরিখে পহেলগাঁও-স্ট্রাইকের Operation Sindoor নামটি আরও অর্থবহ হয়ে উঠছে। হিন্দু বিবাহিত মহিলাদের কাছে সিঁদুর শুধুই প্রসাধনী দ্রব্য নয়, জীবনে স্বামীর উপস্থিতির প্রতীক, স্বামীর প্রতি অঙ্গীকারবদ্ধ, সমর্পিত থাকার প্রতীক। আবার সিঁদুর লড়াকু মানসিকতারও প্রতীক। যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার আগে সিঁদুরের তিলক কপালে পরার চল আজকের নয়। ধর্মরক্ষার লড়াই, ন্যায়পরায়ণতা প্রমাণের লড়াইয়ের প্রতীক সিঁদুর। একই ভাবে, রক্তের রং যেমন লাল, সিঁদুরের রংও লাল। হিমাংশি যখন স্বামীর নিথর দেহের পাশে শোকে পাথর হয়ে বসেছিলেন, স্বামীর রক্তের সঙ্গে তাঁর সিঁথির সিঁদুর মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আবার সিঁদুর মুছে যখন স্বামীকে শেষ বিদায় জানাচ্ছিলেন, তাঁর সেই সন্তপ্ত, যন্ত্রণাক্লিষ্ট চেহারা চোখে দেখতে পারছিলেন না কেউ। তাই ভূস্বর্গে নিরীহ মানুষের রক্তের হিসেব নেওয়ার ক্ষেত্রে Operation Sindoor নামকরণ সার্থক হয়েছে।






















