Operation Sindoor Live Blog: 'পাক সেনার সঙ্গে লড়াই নয়, লড়াই জঙ্গিদের সঙ্গে', ফের অবস্থান স্পষ্ট ভারতীয় সেনার
West Bengal Live Update: সব খবর জেনে নিন সবার আগে, এক ক্লিকে

Background
কলকাতা: আজ রাত ৮-টায় দেশবাসীর উদ্দেশে বলবেন প্রধানমন্ত্রী। রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।পহেলগাঁওকাণ্ডের পরে পাকিস্তানকে প্রত্যাঘাত। পহেলগাঁওকাণ্ডের পরে এই প্রথম জাতীর উদ্দেশে ভাষণ। পাকিস্তানের বিরুদ্ধে আজ কোনও বড় ঘোষণা করবেন প্রধানমন্ত্রী? অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের উপরে আরও বড় প্রত্যাঘাত? রাত ৮টায় কী বলবেন প্রধানমন্ত্রী? তাকিয়ে গোটা দেশ।
হটলাইনে DGMO পর্যায়ের বৈঠকের আগেই পাকিস্তানের পর্দাফাঁস! বিকেল ৫: ভারত-পাক সেনাবাহিনীর DGMO-র বৈঠক। জঙ্গিদের হয়ে পাক সেনার হামলা! প্রকাশ্যে আনল ভারতীয় সেনা। পাকিস্তানকে পর্যুদস্ত করে এবার পরবর্তী মিশনের হুঙ্কার ভারতের। ভারতের দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেমে ধ্বংস চিন-তুরস্কের ড্রোন-রকেট। একের পর এক পাক হানার ছবি দেখিয়ে কড়া জবাব ভারতীয় সেনার। 'আমাদের জবাবে পাকিস্তানের যা ক্ষতি হয়েছে, তা ওদের কারণেই হয়েছে। ভারতের প্রত্যাঘাত, পাকিস্তানের রহিমইয়ার এয়ারবেসে বিরাট গহ্বর। দুর্ভেদ্য এয়ার ডিফেন্স, কোনও না কোনও স্তরে শত্রুপক্ষ আটকে যাবেই। সমুদ্রেও একাধিপত্য, ফ্লিট এয়ার ডিফেন্স কাজে লাগিয়েছে নৌসেনা। যতবার পাকিস্তান সীমান্ত পেরোতে গিয়েছে, ততবার বাধা পেয়েছে। জঙ্গিদের সঙ্গে পাক সেনার অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিয়েছে ভারত। শুধু আধুনিক অস্ত্র নয়, পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে কাজে এসেছে তথাকথিত পুরনো অস্ত্রও। যতবার পাকিস্তান সীমান্ত পেরোতে গিয়েছে, ততবার বাধা পেয়েছে। সীমান্তের এপার থেকে প্রত্যাঘাত করেছে ভারত, জানিয়ে দিল ৩ বাহিনী।
ভারতের টানা এয়ার স্ট্রাইকে দিশেহারা হয়ে যায় পাকিস্তান। সূত্রের খবর, তখন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির কথা বলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে। এরপর মার্কিন বিদেশসচিব ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে বলেন, পাকিস্তান আলোচনা করতে চায়। তখনই জানিয়ে দেওয়া হয়, রাজনৈতিক স্তরে নয়, কথা হবে DGMO পর্যায়ে। আর তাতেই রাজি হয়ে যায় পাকিস্তান।
অন্যদিকে, কাল থেকে কাশ্মীরে খুলছে স্কুল। কুপওয়াড়া, বারামুলা ও বান্দিপোরার গুরেজ সাব-ডিভিশন ছাড়া কাশ্মীরের অন্যান্য জায়গায় খোলা হচ্ছে স্কুল। 'সমুদ্রে বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় তৈরি করে লড়েছে নৌ সেনা। পাক হামলা প্রতিহত করতে কাজে লেগেছে অত্যাধুনিক রেডার সিস্টেম। দিন-রাত জুড়ে অপারেশন চালিয়েছেন পাইলটরা', সাংবাদিক বৈঠকে বললেন ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ।
সংঘর্ষবিরতি শুরু হওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখতে আজ প্রথম মুখোমুখি ২ দেশের DGMO। ২ DGMO-র বৈঠকের পর দুপুর আড়াইটেয় সাংবাদিক বৈঠক রাজীব ঘাইয়ের। ২ দেশের DGMO-র আগে প্রতিরক্ষামন্ত্রী ও বিদেশমন্ত্রীকে নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী। আছেন বিদেশসচিব, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, চিফ অফ ডিফেন্স স্টাফ, তিন বাহিনীর প্রধান।
India Pakistan News: ভারত-পাকিস্তানের মধ্য়ে সংঘর্ষ বিরতির কথা দু'দেশের আগে, ডোনাল্ড ট্রাম্প কীকরে ঘোষণা করলেন, তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে
ভারত-পাকিস্তানের মধ্য়ে সংঘর্ষ বিরতির কথা দু'দেশের আগে, ডোনাল্ড ট্রাম্প কীকরে ঘোষণা করলেন, তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে--- শুক্রবার পাকিস্তানের নুর খান এয়ারবেসকে ভারত টার্গেট করার পর, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন এবং বিকল্প ভেবে দেখতে বলেন। প্রতিবেদন অনুযায়ী, নরেন্দ্র মোদি সব শুনলেও কোনও প্রতিশ্রুতি দেননি।
Narendra Modi: আপাতত ভারত-পাকিস্তানের মধ্য়ে সংঘর্ষ বিরতি হয়েছে
আপাতত ভারত-পাকিস্তানের মধ্য়ে সংঘর্ষ বিরতি হয়েছে। তবে সোমবার পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি। বললেন - অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত হয়েছে। পাকিস্তানের প্রতিটা পদক্ষেপের দিকে নজর রয়েছে ভারতের। সেই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সই নতুন ভারতের নীতি। পাল্টা কংগ্রেস বলছে, পহেলগাঁওকাণ্ড নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে, যার উত্তর প্রধানমন্ত্রী দিতে পারেননি।






















