Opposition Alliance Meeting: নজরে আসন সমঝোতা, ১৯ ডিসেম্বর রাজধানীতে বৈঠক I.N.D.I.A. জোটের
General Election 2024:কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন, এবার আসন সমঝোতায় জোর বিরোধী জোট 'ইন্ডিয়া'-র। ১৯ ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন (General Election 2024), এবার আসন সমঝোতায় জোর বিরোধী জোট 'ইন্ডিয়া'-র (Opposition Alliance Meeting 2024)। ১৯ ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক। সূত্রের খবর, যৌথ কর্মসূচি নিয়েও আলোচনা হবে তাতে। তবে মূল আলোচ্য বিষয়, আসন সমঝোতা। খবর এমনই।
কী জানা গেল?
দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আগামী ১৯ নভেম্বর ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক বসছে। এর আগে পটনা, মুম্বই এবং বেঙ্গালুরুতে বৈঠক হয়েছিল। তবে চতুর্থ বৈঠকের তারিখ নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই চতুর্থ বৈঠকই হতে চলেছে ১৯ সেপ্টেম্বর বেলা ২টো নাগাদ। সূত্রের খবর, বিভিন্ন রাজ্যে জোটশরিকদের কী ভাবে আসন সমঝোতা হবে তা নিয়ে আলোচনাই এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে চলেছে। পাশাপাশি যৌথ ন্যূনতম কর্মসূচি বা 'কমন মিনিমাম প্রোগ্রাম' নিয়েও আলোচনা হবে। যদি ৭০ শতাংশ আসনে একের বিরুদ্ধে এক, এই নীতিতে প্রার্থী দিতে রাজি হয় 'ইন্ডিয়া' জোট, তা হলে তৃতীয় বার এনডিএ-র কেন্দ্রে ক্ষমতায় আসা কঠিন, আগে থেকে বলছে তৃণমূল। কার্যত একসুর বাকি শরিক দলগুলিও। সূত্রের খবর, বাকি শরিক দলগুলি কংগ্রেসকে বার বার চাপ দিচ্ছিল যে যত দ্রুত সম্ভব এই আসন সমঝোতার বিষয়টি শেষ করে ফেলা দরকার। আগামী ১৯ ডিসেম্বরের বৈঠকে এই আসন সমঝোতা নিয়েই প্রধানত আলোচনা হবে বলে খবর।
তবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকছে। সিপিএম-কংগ্রেস-তৃণমূল, তিনটি দলই 'ইন্ডিয়া' জোটের অংশ হলেও এখানে তিন দলের আসন সমঝোতা হওয়ার সম্ভাবনা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে বঙ্গে দুই দলের জোট হবে। সেক্ষেত্রে আসন সমঝোতার বিষয়টি কী ভাবে হবে, তা নিয়ে 'জট' থাকছেই।
পিছিয়ে যায় তারিখ...
৫ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পরই শোনা গিয়েছিল, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক হতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সেই বৈঠকে হাজিরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে নীতীশ কুমার এবং অখিলেশ যাদবও জানান, তাঁরা বৈঠকে যেতে পারবেন না। ওদিকে তামিলনাড়ুর আবহাওয়া খারাপ বলে আসতে পারবেন না বলে জানান এম কে স্টালিনও। এরপরেই ইন্ডিয়া জোটের বৈঠক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই জানা যায়, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বৈঠক হবে। এমনই খবর সূত্রে।