TMC on Adani Bribery Case: পরনে 'মোদি-আদানি এক হ্যায়' লেখা জ্যাকেট, সংসদে বিক্ষোভ বিরোধীদের, গেল না তৃণমূল
I.N.D.I.A Bloc: সংসদভবন চত্বরে আদানিদের নিয়ে I.N.D.I.A জোটের প্রতিবাদ, বিক্ষোভ থেকে নিজেদের দূরেই সরিয়ে রাখল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। একই পন্থা নিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি।
নয়াদিল্লি: আদানি গোষ্ঠীকে নিয়ে প্রশ্নে বিজেপি বিরোধী ঐক্যে কি চিড় ধরেছে? বৃহস্পতিবার সংসদের ঘটনাক্রম আরও একবার এই প্রশ্নই উস্কে দিচ্ছে। কারণ মোদি-আদানি সংযোগের অভিযোগ তুলে সংসদ চত্বরে I.N.D.I.A জোটের যে বিক্ষোভ চলছে, তাতে অংশ নিল না তৃণমূল এবং সমাজবাদী পার্টি। যদিও জোড়াফুল শিবিরের দাবি, সংসদের ভিতর বিরোধী জোটের ঐক্য একই জায়গায় রয়েছে। (TMC on Adani Bribery Case)
আমেরিকার বিনিয়োগকারীদের থেকে টাকা তুলে আদানি গোষ্ঠী বিভিন্ন রাজ্যের সরকারি আধিকারিককে ২০০০ কোটির বেশি ঘুষ দিয়েছে এবং তার বিনিময়ে বিদ্যুৎ সরবরাহের বরাত হাসিল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে আমেরিকায়। সেই নিয়ে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি একজোটে সরব হয়েছিল। তৃণমূলও বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানায়। (I.N.D.I.A Bloc)
কিন্তু সংসদভবন চত্বরে আদানিদের নিয়ে I.N.D.I.A জোটের প্রতিবাদ, বিক্ষোভ থেকে নিজেদের দূরেই সরিয়ে রাখল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। একই পন্থা নিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। বৃহস্পতিবার সংসদভবন চত্বরে I.N.D.I.A জোটের সাংসদরা 'মোদি-আদানি এক হ্যায়, আদানি সেফ হ্যায়' লেখা জ্যাকেট পরে বিক্ষোভ দেখালেও, তাতে অংশ মমতা ও অখিলেশের দল।
INDIA गठबंधन अडानी महाघोटाले पर चर्चा चाहता है, लेकिन मोदी सरकार लगातार इससे भाग रही है।
— Congress (@INCIndia) December 5, 2024
आज संसद परिसर में INDIA के नेताओं ने इस मुद्दे पर प्रदर्शन किया, जहां सभी की जैकेट पर लिखा था-
Modi Adani Ek Hai 🤝
Adani Safe Hai pic.twitter.com/EkHkSyfmQY
এ নিয়ে প্রশ্ন করলে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেন, "সংসদের ভিতর একই কৌশল আমাদের। কিন্তু একই সঙ্গে আরও অন্যান্য বিষয় রয়েছে, যা তুলে ধরা জরুরি।" তৃণমূলের দাবি, তারা মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং রাজ্যের বকেয়া নিয়ে আলোচনাকে প্রাধান্য দিচ্ছে আপাতত। অন্য দিকে, সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব বলেন, "কোথায় একসঙ্গে প্রতিবাদে নেই আমরা? আমরা একজোটই রয়েছি।" যদিও দুই দলের কোনও সাংসদকেই আজ প্রতিবাদস্থলে দেখা যায়নি।
I.N.D.I.A জোটের অন্য শরিকরা যদিও আদানি-প্রশ্নে সংসদভবন চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন। আদানিদের বিরুদ্ধে ঘুষ দিয়ে সরকারি প্রকল্পের বরাত হাসিল, জালিয়াতির যে অভিযোগ উঠেছে, আমেরিকার আদালত যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, সেই নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। কেন্দ্রীয় সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন।
এদিন প্রতিবাদ স্থলে 'মোদি-আদানি এক হ্যায়, আদানি সেফ হ্যায়' লেখা জ্যাকেট পরে প্রতিবাদ জানাতে দেখা যায় কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকেও। সেখান থেকে আজ ফের রাহুল বলেন, "আদানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিতে পারবেন না প্রধানমন্ত্রী। কারণ তা করতে গেলে নিজেও তদন্তের আওতায় চলে আসবেন। মোদি অউর আদানি এক হ্যায়।" সংসদে বিষয়টি নিয়ে আলোচনা চেয়ে সরব হন প্রিয়ঙ্কা। প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন। আদানিদের নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে I.N.D.I.A জোটে যৌথ সংসদীয় কমিটির তদন্তও চেয়েছে। সংসদের অধিবেশনেও সেই দাবি তোলা হয়, যার দরুণ বার বার অধিবেশন স্থগিত হয়ে যায়।