এক্সপ্লোর

Vice President Election: মাথাপিছু ১৫-২০ কোটি? উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট বিক্রি? ফাটল চওড়া হচ্ছে বিরোধী শিবিরে, উঠল তদন্তের দাবিও

I.N.D.I.A Alliance: মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ভোটাভুটি ছিল দেশের সংসদে।

নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধী শিবিরে ফাটল স্পষ্ট। বিজেপি নেতৃত্বাধীন NDA শিবিরের প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের পক্ষে কংগ্রেস নেতৃত্বাধীন I.N.D.I.A শিবির থেকেও যে ভোট পড়েছে, তা একরকম স্পষ্ট। সেই নিয়ে এবার তদন্তের দাবি তুললেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। শুধু তাই নয়, উপরাষ্ট্রপতি নির্বাচনে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগও উঠল। (Vice President Election)

মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ভোটাভুটি ছিল দেশের সংসদে। ফলাফল বেরোতে দেখা যায়, ৭৮১ জনের মধ্যে ৭৬৮ জন ভোট দিয়েছেন। ‘অবৈধ’ বলে বাতিল হয় ১৫টি ভোট। এর মধ্যে ৪৫২টি ভোট পেয়েছেন রাধাকৃষ্ণন। বিরোধী শিবির I.N.D.I.A-র প্রার্থী সুদর্শন রেড্ডি ভোট পেয়েছেন ৩০০টি।  অথচ NDA জোটের মোট সদস্য সংখ্যাই ৪২৭। বিরোধী শিবির I.N.D.I.A-র সাংসদ সংখ্যা সেখানে ৩২৪। YSR কংগ্রেসের ১১ জনই রাধাকৃষ্ণনকে ভোট দিলে, তিনি ৪৩৮টি ভোট পেতেন। কিন্তু তিনি ৪৫২টি ভোট পেয়েছেন, অর্থাৎ বাড়তি ১৪টি ভোট পড়েছে তাঁর সমর্থনে। যে ১৫টি ভোট বাতিল হয়েছে, সেগুলি বিরোধী শিবিরের কি না, কী কারণে সেগুলি বাতিল হল, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। (I.N.D.I.A Alliance)

ফলে I.N.D.I.A শিবির থেকে যে NDA প্রার্থীর সমর্থনে ভোট পড়েছে, তা স্পষ্ট হয়ে ওঠে। ফলে বিজেপি বিরোধী শিবিরের পারস্পরিক বোঝাপড়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। আর একদিন যেতে না যেতেই কংগ্রেস থেকে সেই প্রশ্ন তুললেন মণীশ। তাঁর বক্তব্য, “ক্রস ভোটিং হয়ে থাকলে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে তদন্ত করতে হবে। এটি অত্যন্ত গুরুতর বিষয়। যদি এর মধ্যে বিন্দুমাত্রও সত্যতা থাকে, তা নিয়ে তদন্ত হওয়া উচিত।”

এই বিতর্কের আগুনে কার্যত ঘি ঢেলেছেন তৃণমূল সাংসদ তথা লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “গোপন ব্যালটে ভোট হয়েছে। তাই ক্রস ভোটিং হয়েছে না বিরোধীদের কিছু ভোট বাতিল হয়েছে, তা বোঝা শক্ত। গতকাল কয়েকজনের সঙ্গে কথা হয় আমার। জানতে পারি, ভোট কিনতে মাথাপিছু ১৫-২০ কোটি টাকা খরচ করা হয়েছে।”

তৃণমূলের সব সাংসদ রেড্ডির পক্ষে ভোট দিয়েছেন বলেই দাবি করেন অভিষেক। তবে তাঁর কথায়, “বিজেপি আবারও চেষ্টা করেছে। তবে গোপন ব্যালটে ভোট হয়েছে যেহেতু, তাই সবটাই জল্পনার স্তরে রয়েছে। একটা তত্ত্ব তোলা যেতে পারে যে, বিরোধীদের সকলে ভোট দিয়েছেন এবং যদি বিরোধীদের ১৫টি ভোট বাতিল করা হয়ে থাকে, সেক্ষেত্রে ক্রস ভোটিং হয়নি হয়ত। কিন্তু ৫০-৫০ বিভাজনের কথা উঠলে, ৫-৭ জন ক্রস ভোটিং করে থাকতে পারেন।”

অভিষেক আরও জানান, কিছু দল এমন আছে, বিশেষ করে রাজ্য়সভায় এমন কিছু সাংসদ আছেন, যাঁরা নিজ নিজ দল থেকে নির্বাচিত হলেও, মনে মনে বিজেপি-র সঙ্গেই আছেন। আম আদমি পার্টির এক রাজ্যসভা সাংসদের কথাও তুলে ধরেন অভিষেক। তাঁর বক্তব্য, "বিক্রি তাঁরাই হন, যাঁরা বিক্রি হতে চান।"

মহারাষ্ট্র থেকে ক্রস ভোটিং হয়েছে বলেও বিরোধী শিবিরে জোর গুঞ্জন শুরু হয়েছে। সেই নিয়ে শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির দিকে আঙুল উঠছে। যদিও সুপ্রিয়া সুলের বক্তব্য, “গোপনে ভোটাভুটি হলে, এটা কী করে জানা যাচ্ছে? কাদের ভোট ভাগ হয়েছে জানি না। ১৪টি ভোগ ভাগ হলেও, মহারাষ্ট্র কী করবে? মহারাষ্ট্রকে বদনাম করা হচ্ছে।” রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব জানিয়েছেন, তাঁদের তরফে কোনও গোলমাল হয়নি। তাঁদের সাংসদরা সকলেই বিরোধী প্রার্থীকে ভোট দিয়েছিলেন। বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। 

যদিও এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা। দলের সাংসদ, অরবিন্দ সাওয়ন্ত বলেন, “যাঁরা অবৈধ ভোট দিলেন, তাঁরা শিক্ষিত, না আহাম্মক? বিবেকের ডাকে সাড়া দিয়ে ভোট দিয়েছিলেন তো? না কি তাঁদের ভোট কেনা হয়েছিল? নিশ্চয়ই ভুল ভোট দিয়েছেন ওঁরা। যে কারণে ভোট অবৈধ প্রতিপন্ন হয়েছে। বিজেপি বিশ্বাসঘাতকতার বীজ বপন করেছে। সব এজেন্সিও ওদের দাসত্ব করছে। হতে পারে এজেন্সি দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে।”

আর এই আবহেই বিরোধীদের অস্বস্তি বাড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। বিরোধীদের বিদ্রুপ করে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘INDI জোটের সাংসদদের বিশেষ ধন্যবাদ, যাঁরা বিবেকের ডাকে সাড়া দিয়ে NDA প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি নির্বাচন করেছেন। NDA এবং আমাদের বন্ধু সাংসদরা ঐক্যবদ্ধ রয়েছেন। একজন বিনয়ী, দক্ষ, সত্যিকারের দেশপ্রেমীকে মানুষকে নির্বাচিত করার জন্য় সকলকে অভিনন্দন’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Weather Today: আরও হাড়কাঁপুনি ঠান্ডা, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি জেলায় জেলায়, বাড়বে কনকনে হাওয়ার দাপট!
আরও হাড়কাঁপুনি ঠান্ডা, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি জেলায় জেলায়, বাড়বে কনকনে হাওয়ার দাপট!
Weekly Horoscope : এই রাশির মহিলাদের জন্য এটাই বাম্পার সপ্তাহ, এই রাশির পুরুষরাও বসবেন টাকার গদিতে, আসছে সুখবর
এই রাশির মহিলাদের জন্য এটাই বাম্পার সপ্তাহ, এই রাশির পুরুষরাও বসবেন টাকার গদিতে, আসছে সুখবর
Fake Medicine: 'অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনে ভাসছে ব্যাকটেরিয়া..' ! ফের পরীক্ষায় ফেল করল দেড়শো-র বেশি সংস্থার ২০৭টি ওষুধ
'অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনে ভাসছে ব্যাকটেরিয়া..' ! ফের পরীক্ষায় ফেল করল দেড়শো-র বেশি সংস্থার ২০৭টি ওষুধ
Mangaladitya Yog 2026 : বছরের প্রথম 'মঙ্গলাদিত্য রাজযোগ' তৈরি হচ্ছে, এই ৩ রাশিতে লাগবে জ্যাকপট! চাকরিতে এবার টাকার পর টাকা
বছরের প্রথম 'মঙ্গলাদিত্য রাজযোগ' তৈরি হচ্ছে, এই ৩ রাশিতে লাগবে জ্যাকপট! চাকরিতে এবার টাকার পর টাকা

ভিডিও

Barrackpore News: ব্যারাকপুর ক্যান্টনমেন্টে বসানো হল স্বামী বিবেকানন্দের মূর্তি। উদ্যোক্তা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
Chhok Bhanga 6Ta: রাজগঞ্জে টাটা মোটরসের শোরুমে তাণ্ডব, এখনও অভিযুক্তরা অধরা!
Chhok Bhanga 6Ta:অমর্ত্য সেনকেও নাকি নোটিস! ২৫০টি আসনে জয়ের চ্যালেঞ্জ অভিষেকের, পাল্টা শুভেন্দু
Mustafizur Rahman: নিলামে ৯.২০ কোটি দরের পরে IPLথেকে বাদ, তাও মুস্তাফিজুর কি চুক্তির টাকা পাবেন?
Kakoli Ghosh Dastidar: লেখাপড়ার চাপ কমাতে পড়ুয়াদের পরামর্শ দিলেন বারাসাতের সাংসদ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: আরও হাড়কাঁপুনি ঠান্ডা, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি জেলায় জেলায়, বাড়বে কনকনে হাওয়ার দাপট!
আরও হাড়কাঁপুনি ঠান্ডা, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি জেলায় জেলায়, বাড়বে কনকনে হাওয়ার দাপট!
Weekly Horoscope : এই রাশির মহিলাদের জন্য এটাই বাম্পার সপ্তাহ, এই রাশির পুরুষরাও বসবেন টাকার গদিতে, আসছে সুখবর
এই রাশির মহিলাদের জন্য এটাই বাম্পার সপ্তাহ, এই রাশির পুরুষরাও বসবেন টাকার গদিতে, আসছে সুখবর
Fake Medicine: 'অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনে ভাসছে ব্যাকটেরিয়া..' ! ফের পরীক্ষায় ফেল করল দেড়শো-র বেশি সংস্থার ২০৭টি ওষুধ
'অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনে ভাসছে ব্যাকটেরিয়া..' ! ফের পরীক্ষায় ফেল করল দেড়শো-র বেশি সংস্থার ২০৭টি ওষুধ
Mangaladitya Yog 2026 : বছরের প্রথম 'মঙ্গলাদিত্য রাজযোগ' তৈরি হচ্ছে, এই ৩ রাশিতে লাগবে জ্যাকপট! চাকরিতে এবার টাকার পর টাকা
বছরের প্রথম 'মঙ্গলাদিত্য রাজযোগ' তৈরি হচ্ছে, এই ৩ রাশিতে লাগবে জ্যাকপট! চাকরিতে এবার টাকার পর টাকা
Venezuela Natural Resources: নিজেকে উজাড় করে দিয়েছে প্রকৃতি, তেল-সোনা-গ্যাস-খনিজ, বাদ নেই কিছুই, তাও ভেনিজুয়েলার ভাগ্য আরবের মতো হল না কেন?
নিজেকে উজাড় করে দিয়েছে প্রকৃতি, তেল-সোনা-গ্যাস-খনিজ, বাদ নেই কিছুই, তাও ভেনিজুয়েলার ভাগ্য আরবের মতো হল না কেন?
Mohammed Shami: SIR-শুনানিতে ডাক ক্রিকেটার মহম্মদ সামিকে, হাজিরা দিতে পারবেন না, কী কারণ?
SIR-শুনানিতে ডাক ক্রিকেটার মহম্মদ সামিকে, হাজিরা দিতে পারবেন না, কী কারণ?
Eastern Railway: ২০টি লোকাল ট্রেন বাতিল! দুর্ভোগে যাত্রীরা, কবে স্বাভাবিক হবে পরিষেবা? কী জানাল পূর্ব রেল?
২০টি লোকাল ট্রেন বাতিল! দুর্ভোগে যাত্রীরা, কবে স্বাভাবিক হবে পরিষেবা? কী জানাল পূর্ব রেল?
Weekly Astrology (4-10 Jan, 2026) : নির্ভয়ে থাকুন এই ২ রাশি, সৌভাগ্য ঘিরে রাখবে আপনাদের; অর্থ-কেরিয়ারে একের পর এক সুখবর
নির্ভয়ে থাকুন এই ২ রাশি, সৌভাগ্য ঘিরে রাখবে আপনাদের; অর্থ-কেরিয়ারে একের পর এক সুখবর
Embed widget