Opposition Meet: পাটনায় আজ ২১ বিরোধী দলের বৈঠক, তার আগেই শর্ত বাঁধল AAP, জোটে ধাক্কা?
AAP on Congress: পাটনার বৈঠকে যোগ দেওয়ার জন্য কংগ্রেসকে বিশেষ শর্তপূরণের বার্তা দিল কেজরিওয়ালের দল।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বিজেপি বিরোধিতায় কংগ্রেস-সহ বাকি সব অকংগ্রেসি-অবিজেপি দলগুলিতে এক ছাতার তলায় আনার চেষ্টা শুরু হয়েছিল বহুদিন আগে থেকেই। অনেকটা পথ পেড়িয়ে, দফায় দফায় আলোচনার পরে আজ, ২৩ জুন নীতিশ কুমারের ডাকে পাটনায় সেই বৈঠক হতে যাচ্ছে। কিন্তু সেই বৈঠকের আগে ফের প্রকাশ্যে এসে গেল আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যের দূরত্ব। কংগ্রেস দিল্লি অর্ডিন্য়ান্সের বিরোধিতায় সরব না হলে বৈঠকে যোগ দেবে না বলে জানিয়েছে আম আমি পার্টি। এদিনই আবার, বৈঠকের কারণেই একমঞ্চে থাকার কথা মমতা বন্দ্য়োপাধ্য়ায়, রাহুল গাঁধী এবং সিপিএম নেতৃত্বের।
আপের শর্ত:
আগামী বছরেই লোকসভা নির্বাচন। দিল্লির মসনদ থেকে বিজেপিকে সরানোর ডাক বিরোধী দলগুলির। সেই লক্ষ্যেই পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের আমন্ত্রণে শুক্রবার বৈঠক বসছে বিরোধী দলগুলি। কিন্তু সেই বৈঠকের ২৪ ঘণ্টা আগেই তাল কেটেছে। আম আদমি পার্টি জানিয়েছে, দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে কেন্দ্রের আনা অর্ডিন্য়ান্সের বিরোধিতায় কংগ্রেস সরব না হলে এই বৈঠকে যোগ দেবে না তারা। লোকসভা ভোটের আগে এই প্রথম বিরোধীদের সম্মিলিত বৈঠক হতে চলেছে।
কোন ফর্মূলায় বিরোধী জোট হবে? বিজেপি বিরোধিতার স্ট্রাটেজি কী হবে? এই নিয়ে আলোচনা হবে বৈঠকে। বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবারই পটনায় পৌঁছেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর সঙ্গী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় এবং রাজ্য়ের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কংগ্রেসের সঙ্গে শুক্রবারের বৈঠকে যোগ দেবে তৃণমূল কংগ্রেস, আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি, সিপিএম সহ ২১টি বিরোধী দল। কিন্তু, আপের অবস্থানে বৈঠকের আগেই বিরোধী শিবিরকে ধাক্কা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
বিরোধী শিবিরে টানাপোড়েনে রাজনৈতিক মহলে প্রশ্নটা ছিলই। যদিও বৃহস্পতিবারই লালু প্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাতের পর বিরোধী ঐক্য় নিয়ে প্রত্য়য়ের সুর তৃণমূল নেত্রীর গলায়। তিনি বলেছেন, 'আমরা এক হয়ে লড়ব। একের বিরুদ্ধে এক লড়াই করব। যে নীতি তৈরি হবে সেটা সবার জন্য় হবে।' পটনায় বিরোধী দলগুলির বৈঠক নিয়ে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির নেতৃত্ব।
বাংলায় পঞ্চায়েত ভোট। তারপরের বছরেই লোকসভা নির্বাচন। বঙ্গ রাজনীতিতে তৃণমূলের সঙ্গে লড়াইয়ে রয়েছে বাম ও কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগ বারবার করেছে সিপিএম ও কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়েও এর আগে বারবার কংগ্রেস হাইকমান্ডকে নিশানা করেছেন। সেই আবহেই আজ আয়োজিত হতে চলেছে ওই বৈঠক।
আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?