এক্সপ্লোর
১১ জুন ফের খোলার পর থেকে তিরুপতি মন্দিরে গত ২ মাসে সংক্রমিত ৭০০-র বেশি কর্মী
তবে প্রতিদিন যে হাজারে হাজারে ভক্ত,পূণ্যার্থী মন্দির দর্শন করেন, পুজো দেন, তাঁদের মধ্যে কতটা সংক্রমণ ছড়িয়েছে, তা পরিষ্কার জানা যায়নি। ট্রাস্টের আওতায় ৩০০ পূজারী সহ প্রায় সাড়ে ২২হাজার কর্মী কাজ করেন, মূল বেঙ্কটেশ্বর মন্দির সহ ১০টি মন্দির চালায় তারা। বেঙ্কটেশ্বর মন্দিরে কাজ করেন ৩৬ জন পূজারী।

নয়াদিল্লি: গত ২ মাসে লর্ড বেঙ্কটেশ্বর মন্দির বা তিরুমালা তিরুপতি মন্দিরের কর্মীদের মধ্যে ব্যাপক কোভিড-১৯ সংক্রমণ হয়েছে। সংখ্যাটা ৭০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে। সরকার ঘোষিত লকডাউনে বন্ধ থাকার পর গত ১১ জুন ফের খোলে অন্ধ্রপ্রদেশের তিরুমালা টাউনের এই মন্দির, যার খ্যাতি দেশজোড়া এবং যা দেশের সবচেয়ে ধনী হিন্দু মন্দিরগুলির অন্যতম। তারপর থেকে তাদের দুজন কর্মী ও একজন প্রাক্তন কর্মী নোভেল করোনাভাইরাস সংক্রমণে মারা গিয়েছেন বলে মন্দিরের তরফে জানানো হয়েছে। আর সব মিলিয়ে আক্রান্ত ৭৪৩ জন মন্দির কর্মী। মন্দির ট্রাস্টের চেয়ারম্যান ওয়াই ভি সুব্বা রেড্ডি বলেছেন, আমরা সংক্রমিতদের সম্ভাব্য সবচেয়ে ভাল চিকিত্সার ব্যবস্থা করছি। সর্বোচ্চ আগাম সাবধানতামূলক ব্যবস্থা নিচ্ছে, সামাজিক দূরত্ববিধি মেনে চলা হচ্ছে। ভক্তরা, বাকি সকলেই মাস্ক পরছেন। তিরুমালা তিরুপতি বোর্ডের এক্সিকিউটিভ অফিসার অনিল কুমার সিংহ জানিয়েছেন, সংক্রমিতদের ৪০২ জন অবশ্য সুস্থ হয়ে কাজে ফিরেছেন, ৩৩৮ জনের চিকিত্সা চলছে শ্রীনিবাসন, বিষ্ণনিবাসম ও মাধবমে তাঁদের রেস্ট হাউস তথা কোভিড সেন্টারে। মাত্র তিনজনের মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে প্রতিদিন যে হাজারে হাজারে ভক্ত,পূণ্যার্থী মন্দির দর্শন করেন, পুজো দেন, তাঁদের মধ্যে কতটা সংক্রমণ ছড়িয়েছে, তা পরিষ্কার জানা যায়নি। ট্রাস্টের আওতায় ৩০০ পূজারী সহ প্রায় সাড়ে ২২হাজার কর্মী কাজ করেন, মূল বেঙ্কটেশ্বর মন্দির সহ ১০টি মন্দির চালায় তারা। বেঙ্কটেশ্বর মন্দিরে কাজ করেন ৩৬ জন পূজারী। ভারতে দৈনিক সংক্রমণ দ্রুত বাড়ছে, প্রতিদিন নতুন রেকর্ড করছে সংক্রমণের সংখ্যা। ছোট ছোট শহরে, গ্রাম ভারতের সম্ভবত ক্রমশ ছড়াচ্ছে তার পরিধি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















