Orphaned in Covid19 : কোভিডে বাবা-মা হারিয়েছে ৯৩০০-র বেশি শিশু, সুপ্রিম কোর্টেকে জানাল NCPCR
কোভিডকালে দেশে অভিভাবকহীন ও অনাথ শিশুর সংখ্যা সবমিলিয়ে ৯৩৪৬ জন। সুপ্রিম কোর্টে এক হলফনামায় এই তথ্য দিয়েছে 'ন্যাশনাল মিশন অফ প্রোটেকশন অফ চাইল্ড রাইটস' (NCPCR)।
নয়া দিল্লি: কোভিডকালে দেশে অভিভাবকহীন ও অনাথ শিশুর সংখ্যা সবমিলিয়ে ৯৩৪৬ জন। সুপ্রিম কোর্টে এক হলফনামায় এই তথ্য দিয়েছে 'ন্যাশনাল মিশন অফ প্রোটেকশন অফ চাইল্ড রাইটস' (NCPCR)। শীর্ষ আদালতে কমিশন জানিয়েছে, কোভিডে অনাথ অথবা সিঙ্গল পেরেন্ট শিশুদের জন্য ৬টি কল্যাণমূলক প্রকল্প নিয়েছে তারা।
হলফনামায় কমিশন বলেছে, কোভিডের জন্য বাবা-মা দুজনকেই হারিয়েছে এমন শিশুর সংখ্যা দেশে ১৭৪২ জন। পাশাপাশি করোনাকালে বাবা অথবা মাকে হারিয়েছেন এমন শিশুর সংখ্যা ৭৪৬৪ জন। সবথেকে খারাপ অবস্থা ১৪০ জন শিশুর। ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ২৯ মে পর্যন্ত এরা সবাই পরিত্যক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। ইতিমধ্যেই এই বিশাল সংখ্যাক শিশুর বিস্তারিত তথ্য 'বাল স্বরাজ পোর্টাল'-এ আপডেট করা হয়েছে।
পরিসংখ্যান বলছে, এই শিশুদের মধ্যে ১২২৪ জন বর্তমানে সিঙ্গল পেরেন্টের সঙ্গে থাকে। করোনায় বাবা-মার মৃত্যু হওয়ায় ৯৮৫ জন শিশু রয়েছে পরিবারের সদস্যের কাছে। আইনি মতে অভিভাবক না হলেও বর্তমানে এরাই ওই শিশুদের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। বাকি ৬৬১২ জন শিশু সিঙ্গল পেরেন্টের সঙ্গে থাকছে। দায়িত্ব নেওয়ার লোক না থাকায় ৩১ জন শিশুকে পাঠানো হয়েছে বিশেষ দত্তকগ্রহণ কেন্দ্রে।
সুপ্রিম কোর্টে জমা হলফনামা বলছে, এই ক্ষেত্রে বেশিরভাগ অনাথ ও পরিত্যক্ত শিশুর সংখ্যা রয়েছে মধ্যপ্রদেশে। রাজ্যে এখানে ৩১৮ জন শিশু অনাথ। বাকি ১০৪ জন শিশুর বাবা-মায়ের খোঁজ নেই বা তারা পরিত্যক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। একজন অভিভাবক হারানোর সংখ্যায় সবার ওপরে নাম রয়েছে উত্তরপ্রদেশের। এখানে ১৮৩০ জন শিশু তাদের একজন অভিভাবককে হারিয়েছে।
NCPCR-এর তথ্য বলছে, দেশে কোভিডে বাবা-মাকে হারিয়েছে এমন অনূর্ধ্ব তিন বছরের শিশুর সংখ্যা ৭৮৮ জন। এ ছড়াও ৪-৭ বছরের মধ্যে অসুরক্ষিত হয়ে পড়েছে ১৫১৫ জন শিশু। একই অবস্থা ৮-১৩ বছরের গ্রুপের। সেখানে বাবা-মা হারিয়ে সমাজে অসুরক্ষিত হয়ে পড়েছে ৩৭১১জন শিশু। ১৪-১৫ বছরের অসুরক্ষিত শিশুর সংখ্যা ১৬২০।