Padma Awardees On RG Kar: RG কর কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পদ্ম পুরস্কারপ্রাপ্ত চিকিৎসকদের
Padma Awardees On RG Kar Doctor Death: আরজি কর কাণ্ডে দোষীদের প্রত্যেককে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন ৭০ জনের বেশি পদ্ম পুরস্কারপ্রাপক।
নয়াদিল্লি: RG কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে (RG Kar Hospital Doctor Death Case) উত্তাল হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। দেশ ছাড়িয়ে প্রতিবাদের ঝড় উঠেছে বিদেশেও। রবিবারও বিক্ষোভ হয়েছে কলকাতা শহর সহ গোটা রাজ্যে। সাধারণ মানুষ থেকে তারকারা পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখলেন পদ্ম পুরস্কারপ্রাপ্ত চিকিৎসকরা (70 Padma Awardee doctors)।
এই ঘটনায় দোষীদের প্রত্যেককে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narenra Modi) রবিবার জানিয়েছেন ৭০ জনের বেশি পদ্ম পুরস্কারপ্রাপক। দেশব্যাপী চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা রক্ষার জন্য পৃথক আইন করার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
এপ্রসঙ্গে পদ্ম পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক হর্ষ মহাজন (Padma Awardee Dr Harsh Mahajan) বলেন, "আমরা ৭০ জনেরও বেশি পদ্ম পুরস্কারপ্রাপ্তরা যাঁরা গত কয়েক দশক ধরে সরকার দ্বারা সম্মানিত হয়েছেন। তাঁরা এই বিষয়ে ব্যক্তিগত আগ্রহে একত্রিত হয়ে দোষীদের আইনের আওতায় আনা এবং সম্ভাব্য কঠোরতম শাস্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখেছি। এছাড়াও আমরা চিকিৎসক, স্বাস্থ্য পরিষেবার যুক্ত পেশাদার কর্মী এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য একটি নতুন পৃথক আইন আনার অনুরোধ করেছি যাতে কেউ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত পেশাদার মানুষ এবং স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে কথা বলতে বা গালাগালি করার সাহসও না পায়।"
#WATCH | Delhi: On 70 Padma Awardee doctors write to PM Modi over Kolkata rape and murder incident, Padma Awardee Dr Harsh Mahajan says, "Over 70 of us, Padma Awardees who have been honoured by the government over the last few decades got together and have written to PM Modi to… pic.twitter.com/3iWv9Zn3PT
— ANI (@ANI) August 18, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।