Kashmir News :'কাশ্মীর ইসলামাবাদের গলার শিরা' পাক সেনাপ্রধানের মন্তব্যের কয়েকদিন পরই এই হামলা, আর কী বলেছিলেন মুনির?
Pak Army Chief Gen Asim Munir Speech : বিশেষজ্ঞদের দাবি এভাবেই পাকিস্তান উস্কে দেয় সন্ত্রাসবাদীদের। তাই পাক সেনাপ্রধানের হিন্দুবিরোধী এই মন্তব্যের পরপরই জঙ্গিদের হিন্দু নিধন !

উপত্যকার স্বর্গীয় সৌন্দর্য মুহূর্ত হয়েছে রক্তাক্ত। সবুজ ঘাস ভিজেছে রক্তে। মঙ্গলবার পহেলগাঁওতে জঙ্গি হানায় সন্ত্রাসবাদী হানায় কমপক্ষে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধর্মের ভিত্তিতে বেছে বেছে হয়েছে হিন্দু নিধন। বলছেন প্রত্যক্ষদর্শীরাই। সিঁদুর পরা বা কলমা না পড়তে পারলেই মারা হয়েছে নির্বিচারে। গত দুই দশকে সাধারণ মানুষের উপর এমন হামলা হয়নি। আর এই ঘটনার পরই ফের চর্চায় পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের করা হিন্দু-বিরোধী মন্তব্য। বিশেষজ্ঞদের দাবি এভাবেই পাকিস্তান উস্কে দেয় সন্ত্রাসবাদীদের। তাই পাক সেনাপ্রধানের হিন্দুবিরোধী এই মন্তব্যের পরপরই জঙ্গিদের হিন্দু নিধন !
কী বলেছিলেন মুনির?
পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির দাবি করেন, আদর্শ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের নিরিখে তাঁদের স্থান অনেক উপরে। সে কথা প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি একের পর এক ভারত-বিরোধী, হিন্দু বিরোধী কথা বলেন। প্রসঙ্গ টেনে আনেন মহম্মদ আলি জিন্নার ‘দ্বিজাতি তত্ত্ব’কে। মুনির আরও বলেন, 'কাশ্মীর ইসলামবাদের গলার শিরা। তাই পাকিস্তানিরা কখনও তাকে ভুলতে পারবে না।'
বিভিন্ন দেশে কর্মরত পাক রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে বক্তব্য রাখছিলেন জেনারেল মুনির। বলেন, তাঁদের উটিত সন্তানদের কাছে পাকিস্তানের গল্প বলা । তিনি সন্তানদের শিখিয়ে দিতে বলেন,তাঁরা হিন্দুদের থেকে আলাদা। তাঁর দাবি , পাকিস্তানে বসবাসকারী তাঁদের পূর্বপুরুষরাও মনে করতেন, তাঁরা হিন্দুদের থেকে আলাদা। ধর্ম বা আদব কায়দা, ঐতিহ্য বা আদর্শ, সব ক্ষেত্রেই তাঁরা হিন্দুদের থেকে আলাদা। এভাবেই সন্তানদের দ্বিজাতি তত্ত্বে শিক্ষিত করতে উৎসাহিত করেন সেনাপ্রধান। মুনির সরাসরি বলে দেন, ভারতের সেনার সংখ্যা ১৩ লক্ষের বেশি। তবুও পাকিস্তান তাদের পরোয়া করে না। আর জঙ্গিরা তো নয়ই। পাকিস্তানে 'মোল্লা জেনারেল' নামে পরিচিত অসীম মুনির বলেন,পাকিস্তান গঠিত হয়েছিল কলমার ভিত্তির উপর।
সেনাপ্রধানের এই উস্কে দেওয়া মন্তব্যগুলোই জঙ্গকার্যকলাপকে আরও উস্কে দিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।






















