Pakistan Media to Modi: বিশ্বে নিজের জায়গা গড়ছে ভারত, মোদির নেতৃত্বের প্রশংসায় পাক মিডিয়া!
Pak Media Praises PM Modi: 'কীভাবে ভারত নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে সেই কথাই তুলে ধরতাম সেখানে। এশিয়ায় শুধু নয়, বিশ্বের মঞ্চেও যেভাবে নিজের পদচিহ্ন এঁকে চলেছে ভারত, তা দেখার।'
নয়া দিল্লি: নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে ভারত (India) ক্রমশ বিশ্বে নিজের একটি জায়গা তৈরি করে চলেছে, পাকিস্তানি সংবাদমাধ্যম 'দ্য এক্সপ্রেস ট্রিবিউন'-এ ভারত এবং নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছে।
পাকিস্তানের রাজনৈতিক, নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিশ্লেষক শাহজাদ চৌধুরী পাক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এ বলেন, 'আমি যদি হেনরি কিসিঞ্জার (জার্মান-বংশোদ্ভূত আমেরিকান শিক্ষাবিদ, রাজনৈতিক বিজ্ঞানী, কূটনীতিবিদ) হতাম তাহলে অন ইন্ডিয়া নামে একটি বই লিখলাম। কীভাবে ভারত নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে সেই কথাই তুলে ধরতাম সেখানে। এশিয়ায় শুধু নয়, বিশ্বের মঞ্চেও যেভাবে নিজের পদচিহ্ন এঁকে চলেছে ভারত, তা দেখার।'
উল্লেখযোগ্যভাবে, ভারত গত বছর ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। লেখকের মত, ২০৩৭-এর মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্য নিয়েছে ভারত। অন্যদিকে, ভারতেরই পড়শি দেশ পাকিস্তানের অর্থনীততে এতটাই পিছিয়ে যে বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে আর্থিক সহায়তায় চলছে তাঁদের অর্থনৈতিক কাঠামো। গত বছর বিধ্বংসী বন্যাইয় ক্ষতিগ্রস্থ হওয়ার পর আন্তর্জাতিক ক্ষেত্র থেকে ৮ বিলিয়ন ডলারের বেশি নগদ পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে পাকিস্তান।
আরও পড়ুন, অবতরণের আগেই মর্মান্তিক পরিণতি ! নেপালে দুর্ঘটনাগ্রস্ত বিমানে একাধিক ভারতীয়
শাহজাদ চৌধুরী বলেন, ভারত ইতিমধ্যেই ৬০ বিলিয়ন মার্কিন ডলার রিভার্ভ রেখেছে, যা প্রশংসনীয়। বিশ্বের মধ্যে ভারত চতুর্থ যে নিজের এই স্থান ধরে রেখেছে। পাকিস্তান সেখানে ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার রাখতে পেরেছে। তিনি এও বলেন, ১৯৭১ সাল থেকেই পাকিস্তান এক গুরুতর সংকটের মধ্য দিয়ে চলেছে। রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা এতটাই ছিন্নভিন্ন করেছে। ফলে আন্তর্জাতিক ক্ষেত্রেও মান পড়েছে পাকিস্তানের।