Weather Update: আরও নামল পারদ, শীতের ভরপুর আমেজ রাজ্যজুড়ে, দুই বঙ্গে রয়েছে কুয়াশার সতর্কতা
ABP Ananda Live: আরও নামল পারদ। শীতের ভরপুর আমেজ রাজ্যজুড়ে। একদিকে কলকাতায় ১৭, অন্যদিকে, পুরুলিয়ায় ১২-র ঘরে রয়েছে তাপমাত্রা। যদিও, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না এ রাজ্যে। তবে সপ্তাহান্তে এর পরোক্ষ প্রভাবে বৃৃষ্টি হতে পারে উপকূলবর্তী দুই জেলা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙের পাহাড়ি এলাকায়। এর পাশাপাশি, দক্ষিণবঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং উত্তরে দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদায় আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশার সতর্কতা রয়েছে।
আরও খবর, তৃণমূলে প্রচুর বদল, দলে গুরুত্ব আরও বাড়ল প্রবীণ নেতাদের। ২৬-র ভোটের আগে মমতার হাতেই রাশ, তৃণমূলে প্রবীণদের আরও গুরুত্ব। তৃণমূল নেত্রীর দীর্ঘদিনের অনুগামী-আস্থাভাজন-প্রবীণ নেতাদের গুরুত্ব বাড়ল। তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা ২০ থেকে বেড়ে হল ২৫। দিল্লিতে বলার দায়িত্বে অভিষেক, শৃঙ্খলারক্ষা কমিটিতে অরূপ-ববি-কল্যাণ। জাতীয় কর্মসমিতিতে থাকলেও শৃঙ্খলারক্ষা কমিটিতে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩ স্তরে শৃঙ্খলারক্ষা কমিটি গঠনের কথা ঘোষণা। সাংসদ, বিধায়ক থেকে দলের সাধারণ নেতা-কর্মী-৩টি শৃঙ্খলারক্ষা কমিটি। সব কমিটির মাথাতেই তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠরা। শৃঙ্খলারক্ষা কমিটির বেশিরভাগ সদস্যই প্রবীণ ও মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত।