Santunu Sen: তৃণমূল নেতা শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের
ABP Ananda Live: শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে তুলে নেওয়া হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মীকে। আর জি কর-কাণ্ডে প্রকাশ্যে মুখ খোলেন শান্তনু। এর আগে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সরকারি প্রতিনিধি শান্তনু সেনকে সরাতে স্বাস্থ্যসচিবকে চিঠি দেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তৃণমূলের বিধায়ক-চিকিৎসক সুদীপ্ত রায়। পাল্টা স্বাস্থ্যসচিবকে চিঠি লেখেন শান্তনু। সেই আবহেই এবার শান্তনু সেনের নিরাপত্তা ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই নিয়ে মন্তব্য করতে চাননি শান্তনু সেন।
আরও খবর, ফের সরকারি হাসপাতালে দালাল-রাজ, এবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল। প্রকাশ্যেই টাকা নিয়ে রোগী ভর্তি করছেন দালালরা। দালালরাই রোগীকে স্ট্রেচারে তুলে পৌঁছে দিচ্ছেন ওয়ার্ডে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি, অভিযোগ রোগীর আত্মীয়দের। দালাল-রাজের কথা স্বীকার করেছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষের। পর্যাপ্ত গ্রুপ ডি কর্মী না থাকায়, সুযোগ নিচ্ছে দালালরা: অধ্যক্ষ।