এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
আঞ্চলিক বাণিজ্যে করোনার প্রভাব এড়াতে সার্কের বৈঠক, এল না পাকিস্তান
যে বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা হয় সেগুলি হল, যথাযথ শর্ত সহ অগ্রাধিকারমূলক শুল্কে আমদানির অস্থায়ী ছাড়পত্র, নথিপত্রের স্ক্যানড কপিকে মেনে নেওয়া এবং ব্যাংকগুলির পেমেন্ট মুক্তি দ্রুত করা এবং রফতানি ও আমদানি সংক্রান্ত নানা সমস্যার সমাধান করা।
নয়াদিল্লি: সার্কভুক্ত দেশগুলির মধ্যে করোনার প্রভাব এড়িয়ে কীভাবে বাণিজ্য করা যায় তা নিয়ে দেশগুলির বরিষ্ঠ বাণিজ্যিক আধিকারিকদের এক ভিডিও কনফারেন্স ছিল। কিন্তু গরহাজির দেখা গেল সেই পাকিস্তানকে।
সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সার্ক বাণিজ্যিক আধিকারিকদের আলোচনার বিষয়বস্তু ছিল, করোনায় যখন গোটা বিশ্বের মত সার্কের জনজীবনও প্রায় স্তব্ধ, তখন কীভাবে বাণিজ্য ক্ষেত্রে বিশাল ক্ষতির হাত এড়ানো যায়। এর আগে ১৫ মার্চ করোনা প্রতিরোধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭ সার্ক রাষ্ট্রনেতার সঙ্গে একটি ভিডিও কনফারেন্স ডাকেন। তখনও একমাত্র পাকিস্তানের রাষ্ট্রপ্রধান ইমরান খান তাতে অনুপস্থিত ছিলেন।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, গতকালের ভিডিও কনফারেন্সে হাজির সবকটি দেশ বাণিজ্য সংক্রান্ত সমস্যা দূর করতে যথেষ্ট আন্তরিকতা দেখায়, সকলেই মেনে নেয়, যে করোনা অতিমারী সার্কের আঞ্চলিক বাণিজ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই পরিস্থিতিতে যত দূর সম্ভব মসৃণভাবে আমদানি রফতানি চালিয়ে যাওয়া নিয়ে যথেষ্ট আন্তরিক পরিমণ্ডলে আলোচনা চলে। বাণিজ্যিক আধিকারিকরা জানিয়েছেন, যত দিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন এই আন্তঃরাষ্ট্র বাণিজ্য অন্যভাবে চালানোর পথ খুঁজবেন তাঁরা।
যে বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা হয় সেগুলি হল, যথাযথ শর্ত সহ অগ্রাধিকারমূলক শুল্কে আমদানির অস্থায়ী ছাড়পত্র, নথিপত্রের স্ক্যানড কপিকে মেনে নেওয়া এবং ব্যাংকগুলির পেমেন্ট মুক্তি দ্রুত করা এবং রফতানি ও আমদানি সংক্রান্ত নানা সমস্যার সমাধান করা। যে সাতটি দেশ গতকালের বৈঠকে যোগ দেয় তারা একটি নির্দিষ্ট ক্ষেত্রে অন্যান্য দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখবে, ভারত এই বিষয়টি দেখাশোনা করবে বলে ঠিক হয়েছে। এর ফলে করোনা চলাকালীন বাণিজ্য বজায় রাখা ও করোনা সংক্রান্ত কড়াকড়ি উঠে গেলে বাণিজ্য দ্রুত স্বাভাবিক করা- দুটিই সহজসাধ্য হবে বলে মনে করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement