Kashmir : কাশ্মীরে "বড়" কিছু করার পরিকল্পনা জঙ্গিদের, গত ১৫ দিনে ১০ বার সতর্কবার্তা গোয়েন্দাদের
জঙ্গিরা সীমান্ত অতিক্রম করছে। কাশ্মীর উপত্যকায় "বড়" কিছু করার পরিকল্পনা রয়েছে ওদের। গত পনেরো দিনে এই মর্মে ১০ বার সতর্কবার্তা জারি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি।
নয়া দিল্লি : জঙ্গিরা সীমান্ত অতিক্রম করছে। কাশ্মীর উপত্যকায় "বড়" কিছু করার পরিকল্পনা রয়েছে ওদের। গত পনেরো দিনে এই মর্মে ১০ বার সতর্কবার্তা জারি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। গত ১৫ অগাস্ট আফগানিস্তান সরকারের পতন হয়। ক্ষমতার দখল নেয় তালিবানরা। এদিকে ভারতকে টার্গেট করছে এমন কোনও কোনও শক্তি তালিবানদের প্রতি সহানুভূতিশীল বলে খবর।
এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে সক্রিয় গোয়েন্দা সংস্থার কর্মীরা পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) অঞ্চলে সক্রিয় জঙ্গিদের গতিবিধি সম্পর্কে খবর পেয়েছেন। জঙ্গিরা জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, গত ১৫ দিনে সীমান্ত এলাকার কাছাকাছি জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ব্যাপারে প্রায় ১০টি সতর্কবার্তা জারি করা হয়েছে। আমরা কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাকে সতর্ক থাকতে বলেছি।
গোয়েন্দা সংস্থাগুলি উপত্যকায় লস্কর ই তৈবা (এলইটি), জইশ ই মহম্মদ (জেএম), হিজবুল মুজাহিদিন (এইচএম) এবং অন্যান্য জঙ্গিদের গতিপথে বাধা দিয়েছে। সম্ভাব্য গ্রেনেড হামলা, যে কোনও উচ্চমূল্যের জিনিস, নিরাপত্তা কর্মী, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার বিষয়ে নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে। শ্রীনগরের যে কোনও পাবলিক প্লেসে নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে।
ইন্টেলের এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, জেইএম -এর পাঁচজন জঙ্গি গাইডসহ পিওকে -র জানদ্রতে পৌঁছেছে। তারা জম্মু -কাশ্মীরের পুঞ্চ জেলার মেনধর এলাকা হয়ে এ দেশে প্রবেশ করতে পারে।
এদিকে এক আধিকারিক জানিয়েছেন, আমরা হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় কার্যকলাপের বাড়বাড়ন্ত দেখতে পাচ্ছি। উপত্যকায় যুবকদের উদ্দেশে বেশ কয়েকটি যাচাই না করা ভিডিও এই অঞ্চলে ভাইরাল হয়েছে। আমরা এই ধরনের কার্যকলাপের উপর নজর রাখছি এবং মানুষকে অনুরোধ করছি এই ধরনের ভিডিও রিপোর্ট করার জন্য। উপত্যকায় শান্তি বিঘ্নিত করার যে কোনও পরিকল্পনা ব্যর্থ করা হবে।
প্রসঙ্গত, অগাস্টের তৃতীয় সপ্তাহে কান্দাহারে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এবং তালিবান নেতাদের মধ্যে বৈঠকের কথা জানতে পেরে সমস্ত গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকতে বলা হয়েছে। বৈঠকে তালিবান নেতাদের একটি দল উপস্থিত ছিল। যেখানে জেইএম 'ভারত-কেন্দ্রিক' অপারেশনে তাদের সমর্থন চেয়েছে। সূত্রের আরও খবর, বৈঠকে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।