Pakistan Afghanistan Tension: পাক-আফগান সীমান্তে চরম উত্তেজনা, চলছে গোলা-বারুদ বর্ষণ, নিহত অন্তত ১২ পাকিস্তানি সেনা
Pakistan Afghanistan Border Fire: আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে অশান্ত কুনার এবং হেলমান্দ প্রদেশে থাকা পাকিস্তানি সেনার অনেকগুলি ছাউনিই দখল করে নিয়েছে তালিবান নেতৃত্বাধীন আফগান বাহিনী।

Pakistan Afghanistan Tension: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে চরম উত্তেজনা। দু'পক্ষের সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে শনিবার গভীর রাত থেকেই। চলছে গোলা-বারুদ বর্ষণ। আফগান সেনার তরফে দাবি করা হয়েছে ডুরান্ড লাইন বরাবর তারা একাধিক পাক সেনা ছাউনি দখল করেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই ১২ জন পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে অশান্ত কুনার এবং হেলমান্দ প্রদেশে থাকা পাকিস্তানি সেনার অনেকগুলি ছাউনিই দখল করে নিয়েছে তালিবান নেতৃত্বাধীন আফগান বাহিনী। অন্যদিকে পাকিস্তানের তরফেও দাবি করা হয়েছে যে, তারাও বেশ কিছু আফগান সেনা ছাউনি ধ্বংস করেছে। পাক-আফগান সীমান্তে যে ভালমতোই সংঘর্ষ চলেছে তা স্পষ্ট। বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক।
সূত্রের খবর, পাক-আফগান সীমান্তে চলতে থাকা গোলা-বারুদ বর্ষণের জেরে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা গুরুতর ভাবে জখমও হয়েছেন। বেশি গুলি চলছে, গোলা-বারুদ বর্ষণ হয়েছে বাহরামচা জেলার শাকিজ, বিবি জানি এবং সালেহান এলাকায়। এছাড়াও সংঘর্ষ হয়েছে পাকতিয়ার আরয়ুব জাজি জেলায়। পাকিস্তানের নিরাপত্তা কর্মমর্তাদের তরফে জানানো হয়েছে, তাদের বাহিনী পুরোদমে কাজ করছে। আফগানিস্তানের তরফে বিনা প্ররোচনায় গুলি চালানো হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। তবে আফগানিস্তানের এই আঘাতের পুরো শক্তি নিয়ে জবাব দেওয়া হয়েছে পাকিস্তানের তরফে, জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। এদিকে কাবুলে হামলার পিছনে পাকিস্তানেরই হাত রয়েছে কিনা, তা স্পষ্ট করেনি ইসলামাবাদ।
বৃহস্পতিবার দু'টি বিস্ফোরণ হয়েছিল আফগানিস্তানে। একটি হয়েছিল আফগান রাজধানীতে এবং অন্যটি দেশে দক্ষিণ-পূর্বে। এর পরের দিনই তালিবান পরিচালিত আফগান প্রতিরক্ষা মন্ত্রক জানিয়ে দেয় এই সব হামলার পিছনে রয়েছে পাকিস্তান। প্রতিবেশী দেশের প্রতি আফগান সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এরপরই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দেখা দেয় উত্তেজনা। আফগান সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কাবুলে পাকিস্তানের তরফে বিমান হামলার প্রতিশোধ নেওয়া হয়েছে। তালিবানি শক্তিও এতে যুক্ত হয়েছে। পাক-আফগান সীমান্তের একাধিক জায়গায় চলেছে গোলাগুলি। এরপর আবার তালিবানি প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়াত খোওয়ারামজা সংবাদ সংস্থা এএফপি- কে জানিয়েছেন, 'সফল অভিযান মধ্যরাতে শেষ হয়েছে।' সেই সঙ্গেও দেওয়া হয়েছে হুঁশিয়ারিও। কড়া ভাষায় এনায়াত খোওয়ারামজা বলেছেন, 'যদি প্রতিপক্ষ আবার আফগানিস্তানের ভূখণ্ড লঙ্ঘন করে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী তাদের ভূখণ্ড রক্ষা করতে প্রস্তুত এবং দৃঢ়ভাবে জবাব দেবে।'






















