Pakistan Threats India: 'ভারত বেশি সাহস দেখালে...' সাঁজোয়া গাড়ির মাথায় পাক প্রধান, সেনাদের দিলেন 'টনিক'
Pakistan Army General:ভারতীয় সেনাকে হুমকি দিয়ে পাক সেনাপ্রধান বলেছেন, ভারতের কোনও সেনা যদি দুঃসাহস করে, তাহলে কড়া জবাব দেওয়া হবে।

নয়া দিল্লি: ভারতের প্রত্যাঘাতের ভয়ে থরহরিকম্প পাকিস্তানে অবশেষে দেখা মিলল সেদেশের সেনাপ্রধানের। ভারতীয় সেনার স্ট্রাইকের ভয়ে পাকিস্তানের যখন ঘুম উড়েছে, সেই সময় কার্যত অজ্ঞাতবাসে চলে যান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। অবশেষে, সামরিক মহড়ায়, সাঁজোয়া গাড়ির মাথায় চড়ে বাহিনীকে বল-বৃদ্ধির টনিক দিতে দেখা গেল তাঁকে।
পাকিস্তানের সরকারি নিউজ এজেন্সি, 'অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান'-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় সেনাকে হুমকি দিয়ে পাক সেনাপ্রধান বলেছেন, ভারতের কোনও সেনা যদি দুঃসাহস করে, তাহলে কড়া জবাব দেওয়া হবে। পহেলগাঁও সন্ত্রাসের পরে পরেই, ভারত যখন একের পর এক কঠোর পদক্ষেপ করতে শুরু করে, তখনই বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর আসতে শুরু করে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম নুনির তাঁর পরিবারকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। এই আবহে মুনিরের একটি ভিডিও পোস্ট করেছে পাক সেনা।
ওই ভিডিওয় জেনারেল আসিম মুনিরকে টিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সামরিক মহড়ায় আর্মি অফিসারদের ব্রিফিং করতে দেখা গেছে। পাক সেনার উদ্দেশে তিনি বলেন, পাকিস্তান শান্তির জন্য প্রতিবদ্ধ, কিন্তু হামলা হলে দেশ রক্ষায় তারা পুরোপুরি তৈরি। পাকিস্তানের 'হ্যামার স্ট্রাইক' মহড়া খতিয়ে দেখেন পাক সেনা প্রধান। পাক সেনার তরফে দাবি, যুদ্ধের প্রস্তুতি হিসেবেই তাদের এই মহড়া।
এদিকে, পহেলগাঁও সন্ত্রাসে জলের মতো স্পষ্ট হয়ে গেছে সরাসরি পাক-যোগ। বৈসরনে বেছে বেছে নিরীহ হিনদু পর্যটকদের খুনের ঘটনায়, প্রায় প্রতিদিনই পাকিস্তানের জড়িত থাকার একের পর এক অকাট্য় প্রমাণ উঠে আসছে! পহেলগাঁও হামলার কয়েকদিন আগে কাশ্মীর ও হিনদু ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য় করেছিলেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেন, কাশ্মীর আমাদের গলার শিরা ছিল এবং আছে।
পাক সেনাপ্রধানের ওই মন্তব্যের পরই পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং বেছে বেছে হিনদুদের খুন! খোদ পাক সেনার অন্দর থেকেই স্পষ্ট হয়ে যায় হামলার নেপথ্য়ে সেনাপ্রধানের উস্কানি কাজ করেছে! সূত্রের দাবি, পাক সেনার জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্যান শাহির শামশাদ মির্জা, সেনার শীর্ষস্তরের এক বৈঠকে বলেন- পহেলগাঁওতে গণহত্যার জন্য জঙ্গিদের উস্কানি দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।
পহেলগাঁও-এ ২৫ জন নিরীহ হিনদুকে খুনের পর ক্ষোভে ফুঁসছে দেশ। এর মধ্যেও থামছে না পাক উস্কানি। সিনধুু দিয়ে হয় জল বইবে, না হয় রক্ত। হামলা করলে আবার যুদ্ধের জন্য তৈরি। পুরনো সুরেই ফের একবার ভারতকে হুঁশিয়ারি দিতে শোনা গেল পাকিস্তান পিপল্ স পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টোকে। পহেলগাঁও-কাণ্ডের প্রতিবাদে ১৯৬০-র সিনধু জল চুক্তি স্থগিত করেছে ভারত সরকার। ফের তার পালটা হুঁশিয়ারি দিয়ে বিলাবল বলেছেন, এই সিদ্ধান্ত তাঁরা মানেন না। সিন্ধু তাঁদের ইতিহাস। সিন্ধু আক্রান্ত হলে, যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে।
পহেলগাঁও সন্ত্রাসে তাদের মদত স্পষ্ট হয়ে যাওয়ার পর থেকে, এমনিতেই ভারতের প্রত্যাঘাতের প্রহর গুনছে আতঙ্কিত পাকিস্তান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-ও। অন্যদিকে প্রধানমন্ত্রী পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর জলে-স্থলে- অন্তরীক্ষে মহড়া আরও জোরদার করেছে ভারতীয় সেনাবাহিনী। এই আবহে বিলাবলের হুঁশিয়ারি, ধমকি দিলে আমরাও যুদ্ধের জন্য তৈরি। তার জন্য চরম সীমায় যেতেও প্রস্তুত।






















