Afganistan Airstrike: আকাশপথে আফগানিস্তানের উপর পাকিস্তানের নাগাড়ে বিমান হানা, মৃত অন্তত ১৫, আরও বাড়তে পারে নিহতের সংখ্যা
Pakistan conducts airstrikes on Afghanistan: তালিবান প্রতিরক্ষা মন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
Afganistan Airstrike: আফগানিস্তানের বার্মাল জেলার উপর একাধিক বিমানহানা করা হয়েছে পাকিস্তানের তরফে। বার্মাল জেলার পাকতিকা প্রদেশে অসংখ্য বিমানহানা হয়েছে বলে খবর। ২৪ ডিসেম্বর রাতে হওয়া এই বিমানহানায় অন্তত ১৫ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুরাও। উদ্ধার কাজ শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আনুষ্ঠানিক ভাবে এখনও মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি।
তালিবান প্রতিরক্ষা মন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারা জানিয়েছে, 'আমাদের ভূমি এবং সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের অধিকার'। তালিবান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে যে ওয়াজিরিস্তানি শরণার্থীরা এই বিমানহানায় নিহত হয়েছেন। জানা গিয়েছে, মোট সাতটি গ্রামের উপর বিমানহানা হয়েছে। এর মধ্যে রয়েছে লামেন নামের একটি গ্রাম, যেখানে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু হয়েছে এই বিমানহানায়। শোনা যাচ্ছে, পাকিস্তানি জেট বিমান এই বোমা হামলার জন্য দায়ী। মুর্গ বাজার গ্রাম সাংঘাতিক ভাবে ধ্বংস হয়েছে।
কেন এই বিমান হানা
পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে অনেকদিনই। বেড়েছে উত্তেজনাও। আফগান ভূখণ্ডে তেহেরিক-ই-তালিবান পাকিস্তানের জঙ্গিদের উপস্থিতিও রয়েছে। সেই আবহেই পাকিস্তানের তরফে এই বিমান হানা করা হয়েছে। পাকিস্তান বারংবার আওগানিস্তানের তালিবানদের বিরুদ্ধে তেহেরিক-ই তালিবান পাকিস্তানের জঙ্গিদের আশ্রয় দেওয়ার মত গুরুতর অভিযোগ এনেছে। বিগত কয়েক মাসে পাকিস্তানের উপর হামলা বাড়িয়েছে এই জঙ্গিরা। তাদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিতেই এই বিমান হানা করা হয়েছে বলে অনুমান। যদি তেহেরিক-ই-তালিবান পাকিস্তানের জঙ্গিদের আশ্রইয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে আফগান তালিবানরা। সেই সঙ্গে তালিবান বিদেশ মন্ত্রক এও জানিয়েছে যে এই বিমান হানায় সাধারণ নাগরিকদের নিশানা করা হয়েছিল।
এই গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে আফগানিস্তান। সমস্ত আন্তর্জাতিক নীতি এবং স্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে একটি নৃশংস কাজ করা হয়েছে বলে মনে করছে আফগান সরকার। এই ঘটনার যে উপযুক্ত জবাব দেওয়া হবে, সেকথাও বারংবার জানানো হয়েছে। ইসলামাবাদ দাবি করেছে, অনেক তেহেরিক-ই-তালিবান পাকিস্তান নেতা এবং যোদ্ধা আফগানিস্তানে পালিয়ে গিয়েছে। সেখানে তালিবানদের সুরক্ষায় সীমান্ত প্রদেশে আশ্রয়ও পেয়েছে। যদি এই অভিযোগ নস্যাৎ করেছে আফগানিস্তান। বরং আফগানিস্তানের তরফে বলা হয়েছে, বিমান হানার মাধ্যমে বোমাবাজির করার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ নাগরিকরাই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।