‘যদি সিন্ধু নিয়ে সমস্যা না মেটে... তাহলে যুদ্ধবিরতি বিপন্ন হবে’ আবার হুমকি পাক-বিদেশমন্ত্রীর
পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার আবারও হুমকি দিলেন। বললেন, যদি সিন্ধুর জল চুক্তির বিষয়টি সমাধান না হয়, তাহলে এই সংঘর্ষ বিরতির অর্থ থাকবে না।

নয়াদিল্লি: সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। জল আর রক্ত, একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানের সঙ্গে কথা হলে, সন্ত্রাসবাদ নিয়েই হবে, POK নিয়েই হবে। জাতির উদ্দেশে ভাষণে স্পষ্ট করে দেন মোদি। কিন্তু তার পরও শুধরে যাওয়ার নাম - গন্ধই নেই পাকিস্তানের। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে চুক্তি হয়েছে। কিন্তু পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার আবারও হুমকি দিলেন। বললেন, যদি সিন্ধুর জল চুক্তির বিষয়টি সমাধান না হয়, তাহলে এই সংঘর্ষ বিরতির অর্থ থাকবে না।
অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ পাকিস্তান। ফের একবার সাংবাদিক বৈঠক করে সোমবার সামরিক অভিযান ও তার জেরে পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ দিয়ে ভারতীয় সেনা-বায়ুসেনা ও নৌসেনা বুঝিয়ে দিয়েছে ভারতের প্রকৃত লড়াই কার সঙ্গে! কিন্তু পাকিস্তানের কানে সে-সব কথা ঢুকেও ঢোকে না। ইশক দার সম্প্রতি সিএনএন-কে এক সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেন, যদি ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তির বিষয়টি সমাধান না হয়, তাহলে যুদ্ধবিরতি বিপন্ন হতে পারে। যদি এই বিষয়টি সমাধান না হয়, তাহলে তাকে 'যুদ্ধ ঘোষণা' হিসেবে ধরা হবে। পাকিস্তান এর আগেও জল চুক্তি নিয়ে হুমকি দিয়েছে। এমনকি পাকিস্তানের অনেক নেতা ভারতকে পরমাণু হামলার হুমকি পর্যন্তও দিয়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার হুমকি দিয়ে বলেন, ভারত জলচুক্তি নিয়ে সন্তোষজনক পদক্ষেপ না করলে তা যুদ্ধবিরতিকে বিপন্ন করতে পারে। তবে ভারত কিন্তু স্পষ্টই জানিয়ে দিয়েছে সিন্ধু চুক্তি নিয়ে ভারতের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।
এর আগে পাকিস্তান পিপল্ স পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টোও ১৯৬০-র সিন্ধু জল চুক্তি স্থগিত নিয়ে ভারত সরকারকে হুমকি দেন । বিলাবল বলেন, এই সিদ্ধান্ত তাঁরা মানেন না। সিন্ধু তাঁদের ইতিহাস। সিন্ধু আক্রান্ত হলে, যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। তিনি আরও বলেছিলেন 'আমরা যুদ্ধ চাই না। কিন্তু যে আমাদের সিন্ধুর উপর হামলা করলে, যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। যদি ওরা সিন্ধুতে হামলা করে, ওরাও জানে, হয় এই সিন্ধু দিয়ে জল বয়ে যাবে, নইলে রক্ত বইবে।'
সিন্ধু চুক্তি নিয়ে ভারতের অবস্থান বদল করেনি। এখন দেখার এ নিয়ে পাকিস্তানে জল কোনদিকে গড়ায়।






















