এক্সপ্লোর
Advertisement
‘অশালীন, অনৈতিক কনটেন্ট সম্প্রচারকারী’ যাবতীয় অ্যাকাউন্ট ব্লক করার আশ্বাস, পাকিস্তানে নিষেধাজ্ঞা উঠছে টিকটকের ওপর
সম্প্রতি অনৈতিক, অশালীন কনটেন্ট প্রদর্শনের জন্য চিনা ভিডিও-শেয়ার করা প্ল্যাটফর্মটিকে নিষিদ্ধ করা হয় পাকিস্তানে। বাইটডান্সের মালিকানাধীন টিকটক পরে এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানে তাদের অ্যাপের ওপর নিষেধাজ্ঞা উঠছে দেখে তারা খুশি।
ইসলামাবাদ: টিকটক কর্তৃপক্ষ পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষকে কথা দিয়েছে, তারা পাকিস্তানে ‘অশালীন, অনৈতিক কনটেন্ট সম্প্রচারকারী’ যাবতীয় অ্যাকাউন্ট ব্লক করে দেবে। এমন আশ্বাসের ভিত্তিতেই জনপ্রিয় ভিডিও শেয়ার করা অ্যাপ টিকটকের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে বলে জানাল পাকিস্তানি টেলিকম কর্তৃপক্ষ। সম্প্রতি অনৈতিক, অশালীন কনটেন্ট প্রদর্শনের জন্য চিনা ভিডিও-শেয়ার করা প্ল্যাটফর্মটিকে নিষিদ্ধ করা হয় পাকিস্তানে। বাইটডান্সের মালিকানাধীন টিকটক পরে এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানে তাদের অ্যাপের ওপর নিষেধাজ্ঞা উঠছে দেখে তারা খুশি। আমরা পাক টেলিকম অথরিটির চলতি ইতিবাচক আলোচনা প্রক্রিয়ার প্রতি দায়বদ্ধতার প্রশংসা করছি। পাকিস্তানি ব্যবহারকারীদের ডিজিটাল আনন্দ উপভোগকে তারা যে গুরুত্ব দিচ্ছে, সেটা বুঝতে পারছি।
টেলিকম অথরিটির এই পদক্ষেপে পাকিস্তানেও স্বাগত জানাচ্ছেন অনেকে। সেদেশে বহু মানুষ ইতিমধ্যে আকর্ষণীয় কনটেন্ট বানিয়ে টিকটকের মাধ্যমে তার সম্প্রচার করে রাতারাতি জনপ্রিয় তারকা হয়ে উঠেছে, প্রচুর ফলোয়ার হয়েছে তাদের। পাকিস্তান টিকটকের বাজারের আয়তনের দিক থেকে ১২-তম স্থানে আছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে দীর্ঘ সময় ধরে জারি লকডাউন পর্বে টিকটকের জনপ্রিয়তা হু হু করে বেড়েছে। রিসার্চ সংস্থা সেন্সর টাওয়ারের তথ্য, পাকিস্তানে প্রায় ৪৩ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে অ্যাপটি। চলতি বছরেই সেটি ডাউনলোড হয়েছে ১৪.৭ মিলিয়ন বার। তবে টিকটকের ক্রমবর্ধমান জনপ্রিয়তার মধ্যেই তাতে শেয়ার হওয়া কিছু কনটেন্টকে কেন্দ্র করে আপত্তি, প্রশ্ন উঠেছে। কোম্পানির ট্রান্সপারেন্সি রিপোর্টে প্রকাশ, জানুয়ারি ও জুনের মধ্যে প্রায় সাড়ে ৬ লক্ষ ভিডিও সরিয়ে ফেলতে হয়েছে তাদের। ভারত, আমেরিকার পর পাকিস্তানেই সবচেয়ে বেশি এমনটা ঘটেছে।
রিপোর্টে আরও প্রকাশ, পাক সরকার প্রায় ৪০টি অ্যাকাউন্ট নিয়ে টিকটকের কাছে আপত্তি জানিয়েছে। ওই অ্যাকাউন্টগুলি থেকে সম্প্রচারিত কনটেন্ট তাদের পছন্দ হয়নি। যদিও সেগুলির মধ্যে মাত্র ২টি অ্যাকাউন্ট হয় টিকটক সরিয়ে দিয়েছে বা নিয়ন্ত্রণ করেছে। পাকিস্তান নিয়মিত অনলাইন কনটেন্টের ওপর নজরদারি চালায়, নিয়ন্ত্রণবিধি জারি করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে আপত্তিকর কনটেন্ট সরিয়ে দিতেও বাধ্য করে।
গত সেপ্টেম্বরেই পাক সরকার টিন্ডার, ট্যাগড, স্কাউট, গ্রিন্ডপ, সেহাইয়ের মতো ডেটিং অ্যাপ ব্লক করে। তাদের বক্তব্য, অ্যাপগুলি কুরুচিকর, অশালীন কনটেন্ট সম্প্রচার করে। এমনকি ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত পাকিস্তানে ধর্মদ্রোহিতাসূচক কনটেন্ট সম্প্রচারের অভিযোগে নিষেধাজ্ঞা ছিল ইউটিউবের ওপরও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement