India-Pakistan Relations: ভারতের ক্ষোভ আঁচ করে "উপযুক্ত" সময়ে রাষ্ট্রসংঘে বৈঠক চাওয়ার কথা ভাবছে পাকিস্তান !
Pahalgam Incident: পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের নৃশংস হত্যালীলার পর প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে পাকিস্তান।

রাষ্ট্রসংঘ : ভারতের ক্ষোভ আঁচ করতে পেরে কার্যত আতঙ্কিত পাকিস্তান। সে দেশের একাধিক নেতা-মন্ত্রী তর্জন-গর্জন করলেও, ভারতের প্রত্যাঘাতে যে তাদের ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেকথা বিলক্ষণ বুঝেই এবার বিষয়টি রাষ্ট্রসংঘে উত্থাপনের ইঙ্গিত দিয়ে রাখল তারা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের সঙ্গে সংঘাতের আবহে পাকিস্তান বলল, যখন "উপযুক্ত" সময় বোঝা হবে তখন বিষয়টি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তুলে মিটিং ডাকার "অধিকার" আছে।
রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ এখানে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত ঘটনা জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির প্রেক্ষাপটে।" ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করার পরিকল্পনা করছে কি না, এই প্রশ্নের জবাবে আহমেদ এই কথা বলেন। প্রসঙ্গত, পাকিস্তান বর্তমানে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ।
আসিম ইফতিখার আহমেদ বলেন, "এখানে এটা স্পষ্ট যে একটি ঘটনা ঘটেছিল। কিন্তু এখন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যা হচ্ছে তা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি এবং আমরা বিশ্বাস করি যে নিরাপত্তা পরিষদের প্রকৃতপক্ষে এই ম্যান্ডেট রয়েছে এবং পাকিস্তান-সহ কাউন্সিলের যে কোনো সদস্যের জন্য এই অত্যন্ত গুরুতর পরিস্থিতি বিবেচনা করার জন্য নিরাপত্তা পরিষদের একটি বৈঠক, আলোচনার অনুরোধ করা খুবই বৈধ হবে।"
তাঁর সংযোজন, "আমরা কাউন্সিল সদস্যদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি। আমরা গত মাসের সভাপতিত্বের সময় এবং এই মাসের সভাপতিত্বের সময় এটি নিয়ে আলোচনা করেছি। আমরা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি এবং যখনই আমরা উপযুক্ত মনে করব তখনই সভা আহ্বান করার অধিকার আমাদের রয়েছে।"
পহেলগাঁওকাণ্ডের জবাব দিতে রণংদেহী ভারত। এই পরিস্থিতিতে বন্ধু খুঁজছে পাকিস্তান! ভারতের হুঙ্কারের মুখে এবার ইসলামিক রাষ্ট্রের সাহায্যপ্রার্থী পাকিস্তান। সংঘাতের আবহে হস্তক্ষেপ চেয়ে কাতর আবেদন পাক প্রধানমন্ত্রীর। ভারতের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করতে দৌত্যের আর্জি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক। পহেলগাঁওয়ে জঙ্গি হানা নিয়ে ভারতের চাপের মুখে একের পর এক বৈঠক। ভারতের সঙ্গে সংঘাতে দৌত্য চেয়ে ৩ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে শাহবাজের বৈঠক।






















