Pakistan Earthquake: প্রকৃতির কোপ, পাকিস্তানে ভয়ঙ্কর ভূকম্প, কী চলছে মাটির নিচে?
Earthquake News: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, পাকিস্তানে রিখটার স্কেলে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

নয়া দিল্লি: বার বার কেঁপে উঠছে পাকিস্তান। পাকিস্তানে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২। দেশজুড়ে কম্পন অনূভূত হয়েছে। কম্পন অনুভূত হল পাক অধিকৃত কাশ্মীরেও। কোনও ক্ষয়ক্ষতি, প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভারতের জাতীয় ভূবিজ্ঞান সর্বেক্ষণ সংস্থা সমাজমাধ্যমে ভূমিকম্পের উৎসস্থলের যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া এলাকাতেই ভূমিকম্পটি হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, পাকিস্তানে রিখটার স্কেলে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় ভূমিকম্প।
এর আগে পাকিস্তানে ৪.০ মাত্রার একটি ভূমিকম্প ও তার আগে ৪.২ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া এলাকাতেই ভূমিকম্পটি হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তিস্থল। কম্পনের উৎপত্তিস্থল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ।
কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তানের উত্তর-পূর্ব প্রান্ত এবং তাজিকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে। জাতীয় ভূকম্পন কেন্দ্রের (NCS) পরিচালক ও. পি. মিশ্রা পিটিআই-কে জানান, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মেইন সেন্ট্রাল থ্রাস্ট নামে পরিচিত একটি ভূতাত্ত্বিক ভাঙনরেখায়, যা ভূমিকম্পের জন্য অত্যন্ত সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত। কম্পনটি ভারতীয় সময় রাত ১১:৫৮:২৬ মিনিটে অনুভূত হয়েছিল, যার কেন্দ্রস্থল ছিল ৩১.০৮° উত্তর অক্ষাংশ এবং ৬৮.৮৪° পূর্ব দ্রাঘিমাংশে।পাকিস্তান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে একটি। প্রায়শই ভূমিকম্প অনুভূত হয়।
সোমবারও পাকিস্তানের উত্তর প্রান্ত এবং আশপাশের অঞ্চলে দফায় দফায় কম্পন অনূভূত হয়েছে। ভারতীয় সময় অনুসারে, সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ তাজিকিস্তানে ভূমিকম্প হয়। কম্পন অনুভূত হয় আফগানিস্তান এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে। ফের দুপুর ১২টার দিকে ফের ভূমিকম্প হয়। পাকিস্তান সীমান্ত লাগোয়া একটি অঞ্চল ছিল ভূমিকম্পের উৎসস্থল।
এর আগে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট অঞ্চলে কম্পন অনুভূত হয়েছিল। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ভূমিকম্পের উৎসস্থল। কম্পন অনুভূত হয়েছিল আফগানিস্তানের উত্তর-পূর্ব প্রান্ত এবং তাজিকিস্তানের কিছু অঞ্চলেও।
বারবারই কেঁপে উঠছে পাক ভূখণ্ড। গত এক মাসে পাকিস্তানে একের পর এক বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে। মে মাসে এটি চতুর্থ ভূমিকম্প।






















