Pakistan News: পাক প্রেসিডেন্টের মেয়ের কনভয়ে হামলা! জনতার হাতে আক্রান্ত আসিফা ভুট্টো জারদারি
Asif Ali Zardari's Daughter: জনতার বিক্ষোভের মুখে পড়লেন পাকিস্তানের বর্তমান ‘ফার্স্ট লেডি’ আসিফা ভুট্টো জারদারি।

নয়া দিল্লি: সিন্ধু বিতর্কিত খাল প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ চলছে পাকিস্তানে। এরই মধ্যে জনতার বিক্ষোভের মুখে পড়লেন পাকিস্তানের বর্তমান ‘ফার্স্ট লেডি’ আসিফা ভুট্টো জারদারি। শুক্রবার করাচি থেকে সিন্ধের নবাবশাহে যাচ্ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির কন্যা। সেই সময়ই তার কনভয়ে হামলার ঘটনা ঘটে।
সূত্রের খবর, বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের সময় এই ঘটনাটি ঘটেছিল। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, কেউ কেউ লাঠি নিয়ে কনভয়ের উপর চড়াও হন। এর জেরে জাতীয় সড়কে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে নিরাপত্তাবাহিনী। উত্তেজিত জনতাকে সরিয়ে আসিফার গাড়িটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
পাক সংবাদমাধ্যমে প্রকাশিত বর অনুসারে, পরিকল্পিত খাল প্রকল্প এবং কর্পোরেট কৃষিকাজের উদ্যোগের বিরোধিতা করে বিক্ষোভকারীদের একটি বিশাল দল রাস্তা অবরোধ করে এবং লাঠি ও পাথর দিয়ে কনভয়ের উপর আক্রমণ শুরু করে। বিক্ষোভকারীরা প্রকল্পের বিরুদ্ধে স্লোগান দেয়, সরকারকে প্রদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জল সম্পদ সিন্ধু নদী থেকে জল সরিয়ে নেওয়ার অভিযোগ করে।
The people protesting against water canals in Sindh attacked convoy of Zardari’s daughter, @AseefaBZ, with sticks and stones. Zardari approved the water canal projects against the people's wishes. Aseefa was selected as an MPA by the military after stealing elections. #Pakistani pic.twitter.com/6oq1AjcxTk
— Samawar_Chai (@SamawarC) May 24, 2025
নিরাপত্তা বাহিনীর তরফে জানান হয়, আসিফা ভুট্টোর কনভয়কে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। কোনও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। যদিও বিক্ষোভকারীদের জন্য অচলাবস্থার সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েক জনকে চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদেরও খোঁজ চলছে বলে জানান হয়েছে।
প্রেসিডেন্ট জ়ারদারি এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কন্যা আসিফা পাকিস্তান পিপল্স পার্টি (পিপিপি)-র নেত্রী। মঙ্গলবার সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের বাসভবনে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেওয়ার কয়েকদিন পরই এই হামলার ঘটনা ঘটল। সিন্ধু নদী থেকে পাঞ্জাবের চোলিস্তান অঞ্চলে পানি সরিয়ে নেওয়ার লক্ষ্যে খাল প্রকল্পের বিরোধিতা বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।






















