Pakistan Targets Golden Temple : ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে স্বর্ণ মন্দিরে হামলার চেষ্টা করছিল পাকিস্তান, বড় তথ্য সামনে
পাকিস্তানি সেনা অমৃতসরের স্বর্ণ মন্দিরে ড্রোন দিয়ে হামলা করার চেষ্টা করেছিল। কিন্তু ভারতীয় সেনা পাকিস্তানের সব হামলার চেষ্টা ব্যর্থ করে দেয়।

পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের ধর্ম বেছে বেছে পুরুষদের হত্যা করেছিল জঙ্গিরা। সিঁদুর কেড়ে নিয়েছিল বহু হিন্দু মহিলার। সারা দেশ চেয়েছিল এই সন্ত্রাসবাদের জবাব দিতে। ৭ মে প্রত্যাঘাত করে ভারত বুঝিয়ে দিয়েছে তার অমিত-শক্তি। কিন্তু তাতেও শিক্ষা হয়নি সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানের। সেনা সূত্রে খবর, ৭ ও ৮ মে রাতে দেশের বহু শহরে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান । তাদের টার্গেট ছিল অমৃতসরের স্বর্ণ মন্দিরও। পাকিস্তান ভারতের বহু মানুষের প্রার্থণাস্থলে আঘাত হানতে চেয়েছিল। কিন্তু ভারতীয় সেনা নিঁখুন ভাবে তাদের প্রতটি পরিকল্পনাই ব্যর্থ করে দেয়।হিন্দুস্তান টাইমসের এর এক প্রতিবেদনে এ কথা উঠে এসেছে।
এএনআই-এর এক প্রতিবেদনের উল্লেখ, মেজর জেনারেল কর্তিক সি শেষাদ্রি পাকিস্তানের এই ভয়ঙ্কর অভিসন্ধির কথা জানিয়েছেন। তিনি জানান, পাকিস্তানি সেনা অমৃতসরের স্বর্ণ মন্দিরে ড্রোন দিয়ে হামলা করার চেষ্টা করেছিল। কিন্তু ভারতীয় সেনা পাকিস্তানের সব হামলার চেষ্টা ব্যর্থ করে দেয়।
ভারতীয় সেনা পাকিস্তানের ক্ষেপণাস্ত্র গুলি করে ভেঙে দিয়েছে
৮ মে পাকিস্তান প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার চেষ্টা করেছিল। মেজর জেনারেল কর্তিক জানান, 'পাকিস্তান ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠাচ্ছিল। আকাশ পথে হানা দেওয়ার চেষ্টা করেছিল তারা। কিন্তু একটিও ড্রোনও লক্ষ্যে আঘাত হানতে পারেনি। তার আগে আকাশেই উড়িয়ে দেওয়া হয় সেগুলিকে। শুধু ড্রোন নয়, সঙ্গে নিক্ষেপ করা হয়েছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও। মেজর জেনারেল কর্তিকের কথায় 'আমরা সম্পূর্ণ প্রস্তুত ছিলাম> তাদের প্রতিটি হামলা ব্যর্থ করে দিয়েছি। পাকিস্তান স্বর্ণ মন্দিরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করেছিল, আমরা সবগুলোই ভেঙে দিই''
পাকিস্তান ভারতের বহু শহরকে লক্ষ্য করার চেষ্টা করেছিল
জঙ্গিদের ওপর আঘাতে এতটাই তেলেবেগুনে জ্বলে যায় পাকিস্তান যে সীমান্তে ধর্মীয় স্থান থেকে শুরু করে নিরীহ ভারতীয় নাগরিক, সব কিছুকেই নিশানা করছে তারা। শিশু-মহিলাদের মৃত্যু তাদের গোলাবর্ষণে। পাক সেনার গোলা আছড়ে পড়ে পুঞ্চের গীতা ভবনে। ছাদ ফুটো হয়ে যায়। গীতা ভবনের কাছে রয়েছে পুঞ্চ শহরের এক গুরুদ্বারে পাক সেনার ছোড়া গোলা আছড়ে পড়ে।
সেনা সূত্রে খবর, পাকিস্তান অমৃতসরের সঙ্গে সঙ্গে জম্মু, শ্রীনগর, পাঠানকোট, জালন্ধর, লুধিয়ানা, চণ্ডীগড় এবং ভুজকে লক্ষ্য করেছিল। তারা ভারতের আরও কিছু শহরে হামলা চালানোর চেষ্টা করেছিল। ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম এবং এল-৭০ পাকিস্তানের সমরাস্ত্র গুঁড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।






















