(Source: ECI | ABP NEWS)
Train Accident News: পাকিস্তানে বেলাইন ইসলামাবাদ এক্সপ্রেস, ছিটকে যাওয়ার পরও ৫০০ মিটার দৌড়ল পাঁচটি কামরা, হতাহতের আশঙ্কা
Pakistan Train Accident: পাকিস্তান রেল জানিয়েছে, শুক্রবার সন্ধেয় লাহৌরের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় ইসলামাবাদ এক্সপ্রেস।

লাহৌর: ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা পাকিস্তানে। লাইনচ্যুত হল ইসলামাবাদ এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা। এখনও পর্যন্ত যা খবর, কমপক্ষে পাঁচটি কামরা লাইনচ্য়ুত হয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনের গতিবেগ এত বেশি ছিল যে, লাইনচ্যুত হওয়ার পর প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে থামে পাঁচটি কামরা। এই দুর্ঘটনায় প্রায় ৫০ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে মহিলা রয়েছেন যেমন, শিশুও রয়েছে। এখনও পর্যন্ত মৃত্যুর খবর নেই। (Train Accident News)
পাকিস্তান রেল জানিয়েছে, শুক্রবার সন্ধেয় লাহৌরের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় ইসলামাবাদ এক্সপ্রেস। লাহৌর থেকে রাওয়ালপিণ্ডি যাচ্ছিল ট্রেনটি। সেই সময় লাহৌর থেকে ৫০ কিলোমিটার দূরে, শেখুপুরার কাছে কালা শাহ কাকুর কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। পাকিস্তান রেলের মুখপাত্র বাবর রাজা জানিয়েছেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছয় জরুরি পরিষেবা বিভাগের লোকজন, প্যারামেডিক্সের দল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। (Pakistan Train Accident)
🚨🇵🇰 Train Derailment in Pakistan
— ARIKA🇮🇳🚩 (@nidhisj2001) August 1, 2025
⚠️ Islamabad Express derailed near Kala Shah Kaku (Muridke).
🚑 Over 40 passengers injured, rescue teams on site.
📍 Cause of derailment under investigation.#Pakistan #TrainAccident #Breaking pic.twitter.com/O6yhz5aBKR
দুর্ঘটনার নেপথ্য কারণ এখনও পর্যন্ত খোলসা হয়নি। তবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রজা। পাকিস্তান রেলের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘শেখিপুরার কাছে ট্রেনের ১০টি কামরা লাইনচ্যুত হয়েছে। প্রায় ৩০ জন আহত হয়েছেন দুর্ঘটনায়। এর মধ্যে তিন জনের অবস্থা সঙ্কটজনক’। ট্রেনের লাইনচ্যুত কামরায় অনেকে আটকে যান। তাঁদের নিরাপদে বের করে আনতে উদ্ধারকার্য চলছে।
Islamabad Express train derails near Kala Shah Kaku, Pakistan, injuring 48 people. pic.twitter.com/jeLrUfRElN
— Polymarket Intel (@PolymarketIntel) August 1, 2025
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, লাহৌর স্টেশন ছাড়ার এক ঘণ্টা পর দুর্ঘটনাগ্রস্ত হয় ট্রেনটি। রেলমন্ত্রী মহম্মদ হানিফ আব্বাসি জানিয়েছেন, তিনি পরিস্থিতির উপর নজর রেখেছেন। রেলের সিইও এবং ডিভিশনাল সুপারকে দুর্ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দিয়েছেন তিনি। আগামী সাত দিনের মধ্যে দুর্ঘটনার কারণ ঘতিয়ে দেখে রিপোর্ট দিতে বলা হয়েছে।
পাকিস্তানে অহরহ ট্রেন দুর্ঘটনা ঘটে। রেল পরিষেবা ক্ষেত্রে বিনিয়োগের অভাব, পুরনো লাইন, বেহাল সিগনাল ব্যবস্থাকেই এর জন্য দায়ী করা হয় মূলত। এর আগে, ২০২৩ সালে সিন্ধ প্রদেশের নবাবশাহে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়, যাতে কমপক্ষে ৩০ কোটি যাত্রী মারা যান।























