Balochistan News: বিদ্রোহ-বিদ্ধ বালুচিস্তানে শক্তিশালী IED বিস্ফোরণ, নিহত ৪ পাকিস্তানি জওয়ান; আহত আরও ৩
Balochistan Incident: বালুচিস্তানে দীর্ঘদিন ধরে অস্থিরতা রয়েছে। কারণ এটি পাকিস্তানে দীর্ঘদিন ধরে চলমান বিদ্রোহের কেন্দ্রবিন্দু।

কোয়েট্টা : পহেলগাঁওয়ে জঙ্গি-হামলার পর ভারতের একাধিক পদক্ষেপে এমনিতেই ভয়ে কাঁপছে পাকিস্তান। এই আবহে এবার IED বিস্ফোরণে নিহত হলেন পাকিস্তানের চার সেনা জওয়ান। পাকিস্তানের অশান্ত বালুচিস্তান প্রদেশের ঘটনা। বিস্ফোরণে আরও তিন জওয়ান আহত হয়েছেন বলে খবর। পাকিস্তানের নিরাপত্তাকর্মীবাহী একটি গাড়িতে ওই জওয়ানরা যাচ্ছিলেন। আচমকা রাস্তার ধারে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। স্থানীয় পুলিশ প্রধানের বক্তব্য অনুযায়ী, বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েট্টায় এই ঘটনা ঘটেছে। যদিও এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। যদিও সন্দেহের তির বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের দিকে। যারা প্রায়ই এই প্রদেশে নিরাপত্তাবাহিনীর ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
একদিন আগেই একই রকম একটি ঘটনায় রাস্তার ধারে থাকা বোমার আঘাতে গাড়িতে থাকা তিন জনের মৃত্যু হয়েছিল। বালোচিস্তানের জেলা কালাতে ঘটনাটি ঘটে। রাতে ঘটা সেই ঘটনারও কেউ দায় স্বীকার করেনি।
বালুচিস্তানে দীর্ঘদিন ধরে অস্থিরতা রয়েছে। কারণ এটি পাকিস্তানে দীর্ঘদিন ধরে চলমান বিদ্রোহের কেন্দ্রবিন্দু। এই প্রদেশে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে। যার মধ্যে রয়েছে নিষিদ্ধ ঘোষিত বালুচিস্তান লিবারেশন আর্মি, যাকে ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র জঙ্গি সংগঠনের তকমা দিয়েছিল। যারা বিভিন্ন সময়ে হামলা চালিয়ে গেছে।
এর আগে মার্চ মাসে ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা। পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৯০ পাক সেনাকর্মীর মৃত্যু হয়েছিল। বিস্ফোরণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় একটি বাস। পাক-কনভয়ে ছিল মোট আটটি বাস। বাসগুলি ঘিরে ফেলে পাক-সেনাদের উপর গুলিবৃষ্টি করা হয়। মোট ৯০ পাক-সেনার মৃত্যু হয়। ঘটনার দায় স্বীকার করে Baloch Liberation Army (BLA). এর আগে বালুচিস্তানে Jaffar Express ছিনতাই করেছিল বালোচ লিবারেশন আর্মি। পণবন্দী ২১৪ জনকে হত্যার দাবি করেছিল তারা। তার পর এক সপ্তাহও কাটতে না কাটতেই ফের হামলা চালানো হয়। (Pakistan Army Convoy Attacked)
কোয়েট্টা থেকে তফতান যাচ্ছিল পাক সেনার কনভয়। সেই সময়ই হামলা চালানো হয় বলে খবর। পাকিস্তান সরকারের তরফে যদিও প্রাথমিকভাবে সাত জনের মৃত্যুর খবর জানানো হয়। কিন্তু BLA-র দাবি ছিল, কমপক্ষে ৯০ জন সেনাকর্মী মারা গিয়েছেন তাদের চালানো আত্মঘাতী হামলায়। ২১ জন আহত হয়েছেন।
ট্রেন ছিনতাইয়ে যুক্ত থাকা, BLA-র ফিদায়েঁ গোষ্ঠী 'মজিদ গোষ্ঠী'ই পাক সেনার কনভয়ে আত্মঘাতী হামলা চালায় বলে জানা যায়। BLA-র তরফে লিখিত বিবৃতিতে বলা হয়, 'বালোচ লিবারেশন আর্মি-র ফিদায়েঁ গোষ্ঠী মজিদ ব্রিগেড দখলদার পাকিস্তান সেনার কনভয়ে হামলায় চালায় কয়েক ঘণ্টা আগে। নোশকির RCD হাইওয়ের উপর, রক্ষণ মিলের কাছে Vehicle-Borne Improvised Explosive Device-এর মাধ্যমে ফিদায়েঁ হামলা চালানো হয়। পাক সেনার কনভয়ে আটটি বাস ছিল, তার মধ্যে একটি বিস্ফোরণে সম্পূর্ণ ভাবে উড়ে গিয়েছে'।






















