Pakistan's Loan Appeal: ভারতের প্রত্যাঘাতে ভিখারির হাল পাকিস্তানের? এবার 'ধার' চেয়ে পোস্ট অর্থ মন্ত্রকের, পরে 'হ্যাকিং'-র অভিযোগ
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে টাকা চাইল শরিফের দেশ। কিন্তু সবার হাসির-পাত্র হওয়ায় দায় ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টাও করে ফেলল।

অর্থনৈতিক অবস্থার দিক থেকে আগেই বিপর্যস্ত ছিল পাকিস্তান। তবে তাতে তাদের যুদ্ধজিগিরে ঘাটতি ছিল না। ভারতের উদ্দেশে তর্জন গর্জনের সুর ক্রমেই চড়ছিল। কিন্তু তখন একবারও তাদের মাথায় আসেনি, যুদ্ধ লাগলে অর্থনৈতিক পরিস্থিতি তারা সামাল দিতে পারবে তো? সূত্রের খবর এবার ভারতের কাছে ধাক্কা খেতে-না-খেতেই সারা বিশ্বের কাছে ভিক্ষের ঝুলি খুলে বসল পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে টাকা চাইল শরিফের দেশ। কিন্তু সবার হাসির-পাত্র হওয়ায় দায় ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টাও করে ফেলল।
কী ঘটেছে ?
আসলে জানা যাচ্ছে, ভারতের প্রত্যাঘাতে দিশাহারা অবস্থা পাকিস্তানের। ভারত যেভাবে পাকিস্তানের বড় বড় শহরে বড়সড় হামলা চালিয়েছে, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। তারপর তাদের অর্থনৈতিক অবস্থা কার্যত মুখ থুবড়ে পড়ে গিয়েছে। তাই বিশ্বের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে নিয়ে দাঁড়িয়েছে তারা। আন্তর্জাতিক স্তরে দরবার করেছে পাক সরকার।
মনে করা হচ্ছে ভারতে হামলা চালিয়েই পকেট ফাঁকা হয়ে গিয়েছে পাকিস্তানের। বিশ্বের দরবারে অর্থসাহায্য চেয়ে পাকিস্তানের অর্থ মন্ত্রকের এক্স হ্যান্ডল থেকে এই পোস্ট করা হয়। সেই পোস্টে বন্ধু দেশগুলির কাছে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ জানানোও হয়। ইসলামাবাদের এই অর্থ সাহায্য প্রার্থনা-পোস্টে কার্যত ঢি ঢি পড়ে যায়। তারপরেই পাকিস্তানের দাবি, তাদের এক্স হ্যান্ডল হ্যাক করা হয়েছে।
আন্তর্জাতিক অংশীদারদের কাছে ঋণের জন্য আবেদন
তাদের মুছে ফেলা পোস্টটিতে লেখা ছিল, শত্রুদের জন্য ব্যাপক ক্ষতির পর পাকিস্তান সরকার আন্তর্জাতিক অংশীদারদের কাছে ঋণের জন্য আবেদন করছে। যুদ্ধের উত্তেজনা এবং শেয়ার বাজারের ধসের জেরে তাদের অবস্থা বিপর্যস্ত। তাই তারা আন্তর্জাতিক অংশীদারদের সাহায্য করার আহ্বান জানায়। টুইটটি ব্যাপকভাবে শেয়ার করা হয়। যুদ্ধকালীন অস্বাভাবিক অর্থনৈতিক চাপেই এই অবস্থা বিশেষজ্ঞরা বলতে থাকেন।
তখনই তারা পাল্টি খেয়ে দাবি করে, তথ্য ও সম্প্রচার মন্ত্রালয় জানায়, ওই পোস্টটি অনুমোদিত ছিল না এবং অর্থনৈতিক বিষয়ক বিভাগের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। সরকার এ বিষয়ে তদন্ত শুরু করেছে। হ্যাকিংয়ের দাবি সত্ত্বেও, সে কথা মানতে নারাজ অনেকেই।
পাক হামলার প্রত্যাঘাতে পাক অধিকৃত কাশ্মীরের বাতাল, মাদারপুর, তেত্রি নোট, হাজিরা জেলায় প্রত্যাঘাত হেনেছে ভারতীয় সেনা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাক সেনাবাহিনীর। বেশ কয়েকটি বাঙ্কার ধ্বংস করেছে ভারতীয় সেনা।






















