Panjshir Update : ''আমি আফগানিস্তানেই আছি'', তালিবানের দাবি ওড়ালেন আমরুল্লা সালেহ
বিবিসিকে দেওয়া এক অডিও বার্তায় সালেহ বলেন, ''আমার নামে যা বলা হচ্ছে তা ভিত্তিহীন। আমি পঞ্জশির উপত্যকায় আমার বেস থেকেই কথা বলছি।আমার সঙ্গে আমার কমান্ডাররা ছাড়াও রাজনৈতিক নেতারা রয়েছেন।''
কাবুল: তালিবানের দাবির মাত্র এক ঘণ্টার মধ্যেই মুখ খুললেন আফগানিস্তানের স্বঘোষিত প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ। এক ভিডিয়ো বার্তায় সালেহ জানিয়েছেন, তাঁর আফগানিস্তান থেকে পালোনোর যে খবর তালিবান রটিয়েছে তা সম্পূর্ণ মিথ্যে।পঞ্জশির এখনও মাথা নোয়ায়নি।
বিবিসিকে দেওয়া এক অডিও বার্তায় সালেহ বলেন, ''আমার নামে যা বলা হচ্ছে তা ভিত্তিহীন। আমি পঞ্জশির উপত্যকায় আমার বেস থেকেই কথা বলছি।আমার সঙ্গে আমার কমান্ডাররা ছাড়াও রাজনৈতিক নেতারা রয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। অবশ্যই আমরা একটা কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। যেখানে আফগানিস্তানে আমরা তালিবান, পাকিস্তান, আল কায়েদা ছাড়াও আরও জঙ্গি গোষ্ঠীর আক্রমণ দেখতে পাচ্ছি।''
এই বলেই অবশ্য থেমে থাকেননি সালেহ। তিনি দাবি করেন, তালিবান বিরোধী গোষ্ঠী এখনও পঞ্জশিরে কোনও জমি হারায়নি। গত চার-পাঁচ দিন ধরে পঞ্জশির উপত্যকায়হামলা চালিয়ে যাচ্ছে তালিবান। কিন্তু তাতে খুব একটা বড় সাফল্য পায়নি তারা। তিনি আরও জানান, তালিবানের সঙ্গে দেশে আক্রমণে অংশ নিচ্ছে পাকিস্তানের সেনা।
তবে শুধু বিবিসি নয়, আমরুল্লা সালেহর ভিডিয়ো বার্তা প্রকাশ্যে এনেছে টোলো নিউজ আফগানিস্তান। এদিন তালিবানের তরফে দাবি করা হয়, দু'টি বিমানে করে তাজিকিস্তানে পালিয়ে গিয়েছে সালেহ। তাঁর সঙ্গে পালিয়েছে সালেহর সহযোগী ও যোদ্ধারা।যদিও কিছুক্ষণের মধ্যেই সালেহর বার্তায় ভুল ভাঙে আফগানিস্তানবাসীর।
আফগানিস্তানের পরিস্থিতি বলছে, অধিকাংশ এলাকাই এখন তালিবান দখলে। কিন্তু এখনও অধরা পঞ্জশির। সে অঞ্চল দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে তালিবান। ক্রমেই তীব্র হচ্ছে সংঘর্ষ। মার্কিন সেনা ফিরে যেতে ক্রমেই পঞ্জশির দখলের চেষ্টায় মরিয়া হচ্ছে তালিবান। চলছে প্রবল লড়াই।বিভিন্ন রিপোর্ট বলছে, অন্তত ৩৫০ তালিবান নিহত হয়েছে।
আরও পড়ুন : Afghanistan Taliban Crisis: মহিলা বিচারকদের বাড়িতে হানা দিচ্ছে তালিবান, ছাড়া পেয়েই সন্ত্রাস শুরু !
আরও পড়ুন : Afghanistan Crisis: পঞ্জশির দখলের মরিয়া চেষ্টা, আল-কায়দার সঙ্গে একযোগে লড়াই তালিবানের