Paragliding in Himachal: হিমাচলে প্যারাগ্লাইডিং করতে গিয়ে 'নিখোঁজ', শুরু তল্লাশি
Himachal Pradesh: হিমাচল প্রদেশ পুলিশ সূত্রে খবর, পোল্যান্ডের এক প্যারাগ্লাইডার প্যারাগ্লাইডিং করতে গিয়ে নিখোঁজ হয়ে যান।
উত্তরাখণ্ড: প্যারাগ্লাইডিং (Paragliding) থেকে বাঞ্জি জাম্পিং (Bungi Jumping), হিমাচল প্রদেশ (Himachal Pradesh) অত্যন্ত জনপ্রিয় এই 'গেমিং' এর জন্য। কিন্তু সেই এলাকায় এবার ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। হিমাচল প্রদেশের কাংড়া জেলায় প্যারাগ্লাইডিং করতে গিয়ে এবার নিখোঁজ হলেন এক প্যারাগ্লাইডার।
হিমাচল প্রদেশ পুলিশ সূত্রে খবর, পোল্যান্ডের এক প্যারাগ্লাইডার প্যারাগ্লাইডিং করতে গিয়ে নিখোঁজ হয়ে যান। হিমাচলের বির এলাকা থেকে তিনি প্যারাগ্লাইডিং করতে নামেন বলে সূত্র মারফৎ খবর। সোমবার চারজন পোলান্ডের বাসিন্দা হিমাচলে এসে বীর থেকে যাত্রা শুরু করে এবং ধর্মশালার কাছে নিখোঁজ হয়। কাংড়া জেলার উদ্ধারকারী দল চার বিদেশীর মধ্যে তিনজনকে খুঁজে পেয়েছে কিন্তু একজন -- আন্দ্রেজ এখনও নিখোঁজ, এমনটাই জানিয়েছেন, কাংড়ার এসপি শালিনী অগ্নিহোত্রী।
২৬ অক্টোবর থেকে প্রি-ওয়ার্ল্ড কাপ প্যারাগ্লাইডিং প্রতিযোগিতা শুরু হওয়ার দিন কয়েক আগে এই ঘটনাটি ঘটেছে। প্রশাসনের মতে, প্রশিক্ষিত গ্লাইডাররা প্যারাগ্লাইডিং করতে পারে, প্রতিযোগিতা করতে পারে। এমনকী, ভারতের প্যারাগ্লাইডিং রাজধানী বলা হয় হিমাচল প্রদেশকে। যা বিশ্বব্যাপী খ্যাতিও অর্জন করেছে।
বলা হয়েছে, প্যারাগ্লাইডাররা কোনো অ্যাসোসিয়েশনের সঙ্গে নিবন্ধিত ছিল না কারণ তারা ফ্রি-ফ্লাইং বিভাগে উড়েছিল যেখানে নিবন্ধন বাধ্যতামূলক নয়। প্রতিবেদন অনুসারে, এই বিভাগের অধীনে একজন ব্যক্তি ২০০-২৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে।
আরও পড়ুন, কেন ভূতেদের সঙ্গে যুক্ত করা হয় হ্যালোইন উৎসবকে? কী এর ইতিহাস?
মঙ্গলবার ইন্দ্রনাগ এলাকার কাছে তিন বিদেশিকে উদ্ধার করা হয়। প্যারাগ্লাইডিংয়ের আগে তাঁদের মেডিকেল পরীক্ষাও করা হয়েছিল। তাঁরা বির থেকে শাহপুর এলাকা পর্যন্ত উড়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু সেই সময় হারিয়ে যায় তাঁরা। রেসকিউ প্রোটোকল অনুসরণ করা হচ্ছে এবং নিখোঁজ প্যারাগ্লাইডারকে খুঁজে বের করতে ধরমশালা এবং ইন্দ্রুনাগের কাছে অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে, জানান এস পি।