Parliament’s Budget session : আদানিদের বিরুদ্ধে JPC গড়ে তদন্তের দাবিতে আজও অচল হতে পারে সংসদ, এককাট্টা সব বিরোধীরা
Parliament’s Budget session News : আদানি ইস্যুতে সংসদে আলোচনা ও তদন্তের দাবিতে বিরোধীদের হইহট্টগোল ।
নয়াদিল্লি : আদানিদের ( Adani Group Stocks ) বিরুদ্ধে শেয়ারের দামে কারচুপির অভিযোগে আজও তোলপাড় হতে পারে সংসদ। গৌতম ( Gautam Adani ) আদানির সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিয়ে বৃহস্পতিবারের পর শুক্রবারও আবার উত্তাল হতে পারে সংসদ। এদিনও বিরোধীরা এককাট্টা হতে পারে যৌথ সংসদীয় কমিটি ( JPC ) গড়ার দাবি তুলে। যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি তোলে বিরোধীরা। আজও সংসদের দুই কক্ষই অচল হতে পারে বলে মনে করা হচ্ছে।
আদানি ইস্যুতে সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছেন বিরোধীরা। তাঁরা মনে করছেন আদানি গোষ্ঠীর সঙ্গে যেহেতু বিজেপির সম্পর্ক 'কাছের', তাই এখন সরকারি তত্ত্বাবধানে নয় , তদন্তপ্রক্রিয়া হোক জেপিসি করে। গত ৩০ জানুয়ারি, এলআইসি জানায়, আদানি গোষ্ঠীতে তারা বিরাট অঙ্ক বিনিয়োগ করেছে। এবং সময়ের সাথে তার পরিমাণ ৩৬,৪৭৪.৭৮ কোটিতে দাঁড়িয়েছে। SBI-ও আদানি গোষ্ঠীকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ধার দিয়েছে। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসা এবং তারপর শেয়ার বাজারের রক্তক্ষয়, এই নিয়ে বৃহস্পতিবার সরব হয় কংগ্রেস, তৃণমূল, বাম ও শিবসেনা। পাশে রয়েছে অন্যান্য প্রধান বিরোধী দল যেমন ডিএমকে । আজও উভয় কক্ষে একইভাবে সরব হতে শুরু করেছেন বিরোধীরা।
আরও পড়ুন :
রক্তক্ষয় জারি আদানি গোষ্ঠীর! সকালে বাজার খুলতেই ২৫% পড়ল শেয়ারদর
বৃহস্পতিবার, রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে অন্যান্য বিরোধী দলগুলির সাথে হিন্ডেনবার্গ গবেষণা সংস্থার দ্বারা ভারতের অন্যতম বৃহত্তম সংস্থার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তদন্তের নেতৃত্ব দিতে হবে সুপ্রিম কোর্ট বা যৌথ সংসদীয় কমিটি। কংগ্রেস সভাপতি সংসদে কৌশল নিয়ে আলোচনা করার জন্য সমমনা বিরোধী দলগুলিকে নিয়ে একটি বৈঠকও করেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার জাতীয় রাজধানীতে অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন ' এলআইসি এবং এসবিআইয়ের মতো সরকারি প্রতিষ্ঠানে মানুষ তার অর্থ হারাচ্ছে।' তাঁর দাবি, এর জেরে দেশবাসীর সঞ্চয় বিপন্ন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জনস্বার্থের কথা ভেবেই বিরোধীদের এই দাবি বলে জানান খাড়গে।
রক্তক্ষরণ থামছে না আদানি গোষ্ঠীর শেয়ারদরে। সকালে বাজার খুলতেই তাদের শেয়ারের দর প্রায় ২৫ শতাংশ কমে ( 25 Percent Share Price Down ) যায় যার পরিমাণ ছিল ৩৯১.৩০ টাকা। সকালের দিকে আদানি এন্টারপ্রাইজের ( Adani Enterprise Share ) শেয়ারের দর দাঁড়ায় ১১৭৩.৯৫ টাকায়।