Parliament Security Breach: 'সমাজের ক্ষতি করে থাকলে ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিন', মন্তব্য সংসদের ঘটনায় ধৃতের বাবার
Parliament Security : এই মুহূর্তে চার জনকেই গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের অ্যান্টি-টেরর সেল ঘটনার তদন্ত করছে
মহীশুর (কর্ণাটক) : তাঁকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। কেমন এমনটা ঘটালেন ডি মনোরঞ্জন ? কী ছিল তাঁর লক্ষ্য ? এনিয়ে দেশজোড়া চর্চার মধ্যেই এবার পরিবারের তরফে ওই ঘটনা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মনোরঞ্জনের বাবা দেবরাজ।
তিনি বললেন, "আমার ছেলে যদি কিছু ভাল করে থাকে, তাহলে অবশ্যই আমি তাকে সমর্থন করব। কিন্তু, যদি কিছু ভুল করে থাকে, তাহলে আমি তার তীব্র নিন্দা করি। সমাজের ক্ষতি করে কিছু করে থাকলে ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিন ।"
Mysuru, Karnataka | Devraj, father of Manoranjan who caused a security breach inside the Lok Sabha today, says, "If my son has done anything good, of course, I support him but If he has done something wrong I strongly condemn it. Let him be hanged if he has done something wrong… pic.twitter.com/FTYDUnZx4z
— ANI (@ANI) December 13, 2023
আন্যদিকে, সংসদ ভবনের ঘটনায় যে চার জনকে পাকড়াও করা হয়েছে, তার মধ্যে রয়েছেন নীলম নামে এক মহিলাও। বছর ৪২-এর নীলম সিভিল সার্ভিস এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু, কেন এরকম একটা ঘটনায় তিনি জড়িয়ে গেলেন ? এনিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইন্টেলিজেন্স ব্যুরো। তবে, মেয়ের উদ্বেগের কথা শোনালেন হরিয়ানার জিন্দে বসবসকারী নীলমের মা। তিনি বলেন, "নীলম বেকারত্ব নিয়ে চিন্তিত ছিল। আমি ওর সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু, ও দিল্লির বিষয়ে কখনোই কিছু বলেনি। মেয়ে আমার কাছে আক্ষেপ করত এত উচ্চশিক্ষিত হয়েও কোনও চাকরি নেই। তাই মরে যাওয়াই ভাল।"
নীলমের ছোট ভাইয়ের বক্তব্য, "আমরা জানতামও না যে ও দিল্লি গেছে। আমরা জানতাম, ও পড়াশোনার জন্য হিসারে রয়েছে। গত পরশুই আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। ওর BA, MA, B.Ed, M.Ed, CTET, M.Phil and NET যোগ্যতা রয়েছে। ও একাধিকবার বেকারত্বের ইস্যু তুলেছে । এমনকী কৃষক আন্দোলনেও যোগ দিয়েছিল।"
সংসদ ভবনে নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন ঘিরে উত্তাল দেশ। কোথায় গাফিলতি হল তা খতিয়ে দেখতে নতুন সংসদ ভবনে পৌঁছে যান ইন্টেলিজেন্স ব্যুরোর সিনিয়র আধিকারিকরা। আইবি-র একটি দল সাগর শর্মা ও মনোরঞ্জনকে জিজ্ঞাসাবাদ করে। সংসদে জিরো আওয়ারে ভিজিটরস গ্যালারি থেকে অভিযুক্তরা ফ্লোর ঝাঁপ দেন।